সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এবার স্টোরি দেওয়া যাবে টেলিগ্রামেও

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৩

#

চ্যাট অথবা সিনেমা ডাউনলোড, ধীরে ধীরে জনপ্রিয়তা বেড়েই চলছে টেলিগ্রামের। আর এ কারণেই ব্যবহারকারীদের মধ্যে আকর্ষণ বাড়াতে আরও নানারকম ফিচার নিয়ে আসছে টেলিগ্রাম। এবার টেলিগ্রামেও মিলবে স্টোরি দেওয়ার সুযোগ। যদিও এর জন্য আরও মাসখানেক অপেক্ষা করতে হবে ব্যবহারকারীদের।

এ প্রসঙ্গে টেলিগ্রামের ফাউন্ডার পাভেল দুরভ বলেন, আমরা অতি শিগগিরই নতুন একটি ফিচার নিয়ে আসছি। যার নাম স্টোরি ফিচার।

অর্থাৎ এবার হোয়াটসঅ্যাপের মতো স্টোরি টেলিগ্রামেও দেওয়া যাবে।

আরো পড়ুন: কে কত টুইট পড়তে পারবে নির্ধারণ করে দিল টুইটার

সংস্থাটি জানিয়েছ, দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা স্টোরি ফিচারের জন্য অপেক্ষা করছিলেন। সেই কথা ভেবেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। তবে শুধু স্টোরি দেওয়াই নয়, মিলবে হাইড অপশনও। চাইলে নির্দিষ্ট কয়েকজনের সঙ্গেও শেয়ার করা যাবে স্টোরি। এ ফিচার যোগ হলে টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা এক ধাক্কায় অনেকটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এম এইচ ডি/

স্টোরি টেলিগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন