বলিউড তারকা সালমান খান। এবার ওটিটিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে অ্যাকশনধর্মী এক সিরিজে অভিনয় করার সম্মতি দিয়েছেন ভাইজান। এক বিশেষ প্রতিবেদনে এমন দাবি করেছে বলিউডভিত্তিক পোর্টাল বলিউড লাইফ।
গণমাধ্যমটির কাছে এক সূত্র জানিয়েছে, সালমান এই ওটিটি ওয়েব সিরিজের ধারণাটি পছন্দ করেছেন এবং তিনি একটি অ্যাকশনধর্মী ওয়েব সিরিজে কাজ করতে রাজি হয়েছেন। যদিও এখন পর্যন্ত সবকিছু খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং নির্মাতারা সবকিছুর গোপনীয়তা বজায় রেখেছেন।
আরো পড়ুন: আসছে হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’
সূত্র আরও জানিয়েছে, সালমান খান এই সিরিজটি নিয়ে খুব উচ্ছ্বসিত। নির্মাতারা এই সিরিজের জন্য প্রস্তুতিও শুরু করেছেন। কিন্তু এই মুহূর্তে তিনি ‘টাইগার ৩’কে ফোকাস করছেন তিনি। এরপর আরেকটি সিনেমা রয়েছে। তারপর ওটিটি প্রকল্পে কাজ শুরু করবেন সালমান।
সম্প্রতি ওটিটিতে অ্যালার্জি থাকার কথা জানিয়ে সালমান বলেছিলেন, তিনি প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তু পছন্দ করেন না এবং যেটি সম্পূর্ণরূপে বন্ধ হওয়া উচিত। এতে অশ্লীলতা, নগ্নতা, অশ্লীলতা এবং এই সমস্ত প্রাপ্তবয়স্ক সামগ্রী রয়েছে এবং তিনি এর জন্য নির্মাতাদের নিন্দা করেছিলেন।
এম/