ডিফেন্ডার তারিক কাজী - ছবি: সংগৃহীত
সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম খেলায় লেবাননের বিপক্ষে বাংলাদেশের ফুটবলারদের ভুল-ত্রুটি ছিল। ফয়সাল হোসেন ফাহিম লেবাননের গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি। বিশেষ করে ডিফেন্ডার তারিক কাজীর একটা ভুলের কারণে গোল হজম করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। খুব সমালোচনা হয়েছিল। রাতে ঘুমাতে পারেননি তারিক কাজী। ফিনল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ নিজের আত্মসমালোচনা করেছেন।
পরদিন টিম মিটিং শেষে মাঠে অনুশীলনে নামার আগে তারিক কাজী উঠে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমার একটা কথা আছে।’ তখন এই তরুণ নিজের ভুলের কথা স্বীকার করেন পুরো দলের কাছে। আর তার সব কথা শুনে দলের অন্যান্য ফুটবলার তারিক কাজীকে সান্ত্বনা দেন। বিশেষ করে ডিফেন্ডার তপু বর্মন তারিক কাজীকে সবচেয়ে বেশি সাহস দিয়েছেন। কারণ এই দুজন একসঙ্গে খেলছেন। ক্লাব ফুটবলে বসুন্ধরায় খেলছেন। তাদের মধ্যে রসায়নটাও খুব ভালো। পাশাপাশি খেলছেন দুজন। সেখানে দাঁড়িয়ে এক সেকেন্ডের ভুলে বাংলাদেশের সর্বনাশ হয়েছিল লেবাননের বিপক্ষে।
আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২৬ জুন ২০২৩)
এম/