শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায় *** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন

কমেছে দেশি কাঁচা মরিচের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ২০শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি কাঁচা মরিচের দাম। কেজি প্রতি কাঁচা মরিচ ১০ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যা বৃহস্পতিবার বিক্রি হয়েছিল ১৬০ টাকা দরে।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

ব্যবসায়ীরা বলছেন, দেশের মোকামে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে ক্রেতাদের দাবি ১০০ টাকার নিচে যদি প্রতি কেজি কাঁচামরিচ পাওয়া যেতো তাহলে তাদের অনেক সুবিধা হতো।

কাঁচামরিচ কিনতে আসা ক্রেতারা বলেন, দেশের বাজারে প্রায় সব নিত্যপণ্যের দামই বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অনেক নিত্যপণ্য। গত বছর এই সময়ে আমরা ৩০ থেকে ৪০ টাকা দরে প্রতি কেজি কাঁচামরিচ কিনেছিলাম। আর এখন কিনতে হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। কিছু দিন আগে আবার কিনতে হয়েছিল ২৫০ থেকে ৩০০ টাকা দরে। সরকার যদি এখনি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে সাধারণ মানুষের সংসার চালানো অনেক কষ্টকর হয়ে পড়বে।

আরো পড়ুন: বিশ্ববাজারে কমেছে চিনির দাম

বিক্রেতারা বলেন, দেশের বিভিন্ন মোকামে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। যার ফলে কাঁচামরিচের দাম প্রতিদিন উঠানামা করছে। বর্তমানে কিছুটা দাম কমে ১৫০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

এসকে/ 

কাঁচা মরিচ দাম কমেছে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন