ছবি: সংগৃহীত
কুয়েত ধর্ম মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ৬৭ দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দৃষ্টিহীন হাফেজ জিবরিল বিন নাছিরী, হাফেজ আবু জাফর শাকিল এবং ক্বারি রফিক আহমদ ওসমানী।
কুয়েতের ক্রাউন প্লাজায় ৯ নভেম্বর শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে চলবে এ প্রতিযোগিতা।
ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ জিবরিল বিন নাছিরী, বড় গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ আবু জাফর শাকিল এবং ক্বারি গ্রুপে প্রতিনিধিত্ব করবে ক্বারি রফিক আহমদ ওসমানী।
কুয়েতের কোরআন প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে বাংলাদেশের অসংখ্য হাফেজ থেকে দেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা। প্রথম স্থান অধিকার করে বিশ্বের পরিমন্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে এমনটাই প্রত্যাশা সবার।
ওআ/