ছবি: সংগৃহীত
মাথায় ঘুরছে একের পর এক অস্বস্তিকর স্মৃতি। কাজলের চোখমুখের তখন গম্ভীরতা। এর মধ্যেই তার পেছনে এসে দাঁড়িয়েছেন টলিউডের নাম করা অভিনেতা যিশু সেনগুপ্ত। পেছনে ঘুরেই যিশুকে সজোরে চড় মারলেন কাজল। অবাক যিশুও। কোন অপরাধে শাস্তি পেলেন তিনি? এ কথা ভাবতে ভাবতেই এগিয়ে গেল ‘দ্য ট্রায়াল’ সিরিজের প্রথম প্রচার ঝলক।
কয়েকদিন আগে ব্যক্তিগত জীবনের ঝড়ের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছিলেন কাজল। সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে বিরতি নেওয়ার কথাও জানান অভিনেত্রী। পরে বোঝা যায়, কাজলের এ ঘোষণা আসলে তার পরের প্রজেক্টের প্রচার কৌশল মাত্র। ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখছেন তিনি। ওয়েব সিরিজের নাম ‘দ্য ট্রায়াল’।
আরো পড়ুন: কার্তিকের সঙ্গেই আমাকে বিয়েটা দিয়ে দেন: সারা
ওটিটি প্ল্যাটফর্মে নিজের প্রথম সিরিজে দক্ষ এক আইনজীবীর ভূমিকায় দেখা যাবে কাজলকে। ‘দ্য ট্রায়াল’-এ তার চরিত্রের নাম নয়নিকা সেনগুপ্ত। কাজলের স্বামীর চরিত্রে রয়েছেন যিশু।
পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনের দোলাচলের মধ্যে কীভাবে সঠিক পথ বেছে নেবেন নয়নিকা? পাশে পাবেন কি তার সহকর্মীদের? কীভাবে সন্তান ও সংসার সামলাবেন তিনি? আগামী ১৪ জুলাই মিলবে সব প্রশ্নের উত্তর।
এসি/ আই. কে. জে/