শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

কে হচ্ছেন সৌরভের বায়োপিকে পর্দার ‘সৌরভ’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে। এখবর তো বহু পুরনো। তবে কে অভিনয় করছে সৌরভের বায়োপিকে? এমন প্রশ্ন বহুদিন ধরেই ঘোরাফেরা করছে। পর্দার সৌরভ হয়ে ওঠার জন্য বহু নামই ঘোরাফেরা করছিল বহুদিন ধরে। শোনা যাচ্ছিল, রণবীর কাপুর, রণবীর সিং-এর মতো বড় নাম। তবে এখন শোনা যাচ্ছে এই ছবির জন্য ইতিমধ্যেই অভিনেতা বাছাই চূড়ান্ত হয়েছে।

সৌরভের ঘনিষ্ঠ সূত্রে খবর, পর্দায় 'দাদা'র চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। এ নাম একপ্রকার নিশ্চিত। ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য লেখার কাজ নাকি শেষ। তবে এবার প্রশ্ন কবে শুরু হবে ছবির শ্যুটিং?

মিড-ডে-এর একটি প্রতিবেদন অনুসারে, আগামী ডিসেম্বরে ঐশ্বর্য রজনীকান্তের পরিচালনায় এই ছবির শুটিং শুরু হবে। আগামী মাস থেকেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে বড় পর্দায় ফুটিয়ে তুলতে আয়ুষ্মান খুরানাও কঠোর প্রশিক্ষণ শুরু করবেন।

তবে সৌরভের চরিত্রে অভিনয় করার জন্য আয়ুষ্মানের প্লাস পয়েন্ট হল, তিনিও সৌরভের মতো বাঁ-হাতি। তাই সৌরভকে পর্দায় ফুটিয়ে তুলতে এটা তাঁর কাছে অনেকটাই সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। তবে পুরোপুরি সৌরভের মতো হয়ে উঠতে আরও কঠোর পরিশ্রম করতে হবে আয়ুষ্মানকে।

আরো পড়ুন: শাহরুখ কন্যা কেমন প্রেমিক চান জানা গেল

প্রসঙ্গত, তবে কেন রণবীর কাপুরকে সরিয়ে শেষপর্যন্ত আয়ুষ্মানকে বাছা হলো, সে বিষয়টি অবশ্য স্পষ্ট নয়। একসময় শোনা গিয়েছিল রণবীর একপ্রকার এই বায়োপিকের জন্য চূড়ান্ত হয়ে গিয়েছেন। 'তু ঝুটি ম্যায় মক্কার'-এর জন্য কলকাতায় এসে সৌরভের সঙ্গে ইডেনে ম্যাচও খেলেছিলেন 'কাপুর' পুত্র। তারপর থেকেই সৌরভের বায়োপিকের জন্য শোনা যাচ্ছিল রণবীরের নাম।

এদিকে আবার খবর ছিল, সৌরভের নিজের পছন্দ ছিল নাকি হৃত্বিক রোশন। তবে শেষপর্যন্ত হৃত্বিকের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা আর এগোয়নি। তবে এখন একপ্রকার নিশ্চিত ভাবেই আয়ুষ্মান খুরানার নাম জানা যাচ্ছে। যদিও প্রযোজকদের তরফে এখনও এ বিষয়ে কোনও ঘোষণা হয়নি।

এসি/ আই. কে. জে/ 





বায়োপিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন