সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

সংগীত

কোক স্টুডিও বাংলার ‘সন্ধ্যাতারা’ গানে অর্ণব ও সুনিধি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

অর্ণব ও সুনিধি - ছবি: সংগৃহীত

কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজনের নতুন গান ‘সন্ধ্যাতারা’। গত ৮ জুলাই, শনিবার রাতে গানটি প্রকাশিত হয়েছে তাদের ইউটিউব চ্যানেলে। এতে অংশ নিয়েছেন শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক। গানটিতে বন্দিশ ও পপ গানের ফিউশন করা হয়েছে, সাথে আছে অর্ণবের নিজের করা ইডিএম (ইলেকট্রনিক ড্যান্স মিউজিক)-এর স্বাদ। বন্দিশ সাধারণত হিন্দি ও উর্দুতে লেখা হয়। এই প্রথমবারের মতো প্ল্যাটফর্মটিতে বাংলা ভাষায় বন্দিশ পরিবেশন করা হচ্ছে।


সুনিধি - ছবি: সংগৃহীত

বন্দিশ অর্থ ‘এক সুতোয় গাঁথা’। আর ‘সন্ধ্যাতারা’ এমন একটি বন্দিশকে বাংলাদেশি ধরনে প্রকাশ করার একটি প্রচেষ্টা। ইমন রাগের ওপর ভিত্তি করে তৈরি ‘ম্যায় ওয়ারি ওয়ারি জানুগি’ শিরোনামের বন্দিশটিকে এখানে বাংলায় উপস্থাপন করা হয়েছে। এতে আগ্রা ঘরানার আসল বৈশিষ্ট্য ধরে রাখা হয়েছে। মূল গানটির সুর করেছিলেন ওস্তাদ বিলায়েত হুসেন খাঁ, আর একে বাংলায় রূপান্তরিত করেছেন দিবস কৃষ্ণ বিশ্বাস।

কোক স্টুডিও বাংলার গানটিতে শাস্ত্রীয় ও লোকজ বাদ্যযন্ত্রের সাথে আধুনিক বাদ্যযন্ত্রের চমৎকার মিশ্রণ ঘটেছে। সুন্দর এই ফিউশনটির সুর, সংগীতায়োজন ও প্রযোজনা করেছেন বিখ্যাত সুরকার অদিত রহমান। আর গানটির ‘বেলা হারায়’ অংশটির সুর করেছেন শায়ান চৌধুরী অর্ণব। গানটি প্রেমের গভীর অনুভূতি এবং রোমান্টিক মনের সঙ্গীর সাথে মিলিত হওয়ার ব্যাকুলতা তুলে ধরেছে। দর্শক-শ্রোতারা গানের কথায় প্রেমের বিষয়ে দুই ধরনের দৃষ্টিভঙ্গি উপভোগ করেছেন। সুনিধি বন্দিশের মাধ্যমে তার দৃষ্টিকোণ প্রকাশ করেন আর অর্ণব তার সিগনেচার পপ স্টাইলের মাধ্যমে প্রেমের বিষয়ে  বিপরীত মতামত ব্যক্ত করেন। ‘সন্ধ্যাতারা’ এই দুই বিপরীত মেরুকে একত্রিত করেছে।

প্রেম সম্পর্কে এই বিপরীত দৃষ্টিভঙ্গি মঞ্চের দুটি ভিন্ন অংশের মাধ্যমে দর্শক-শ্রোতাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অর্ণব ছিলেন রক ও পশ্চিমা অংশে, অন্যদিকে সুনিধি ছিলেন রাগ ও প্রাচ্য অংশে। সুনিধির অংশের প্রাচ্যদেশীয় স্থাপত্যশৈলী, চিত্রকর্ম ও সোনালি আলো শাস্ত্রীয় বন্দিশের বিশুদ্ধতা তুলে ধরে। আর অর্ণবের অংশটি ছিল জনপ্রিয় সংস্কৃতি বা পপ কালচারের উপাদান দিয়ে সাজানো। দুই শিল্পীর পরিবেশনার মাধ্যমে আধুনিক পপের সাথে শাস্ত্রীয় সংগীতের মিশেল ঘটেছে, যা দর্শক-শ্রোতাদের রিয়েল ম্যাজিকের স্বাদ দেয়।

আরো পড়ুন:করণ জোহর কেন আলিয়ার কাছে ক্ষমা চাইলেন?

গানটি সম্পর্কে শায়ান চৌধুরী অর্ণব সাংবাদিকদের বলেন, ‘এই গানে বন্দিশ ও আধুনিক পপ গানের ফিউশনের মাধ্যমে অসাধারণভাবে শাস্ত্রীয় ও আধুনিক গানের মিশ্রণ ঘটানো হয়েছে।’ সুনিধি নায়েক বলেন, ‘গানটিতে আমি বিখ্যাত বন্দিশ ‘ম্যায় ওয়ারি ওয়ারি জানুগি’র বাংলা সংস্করণ পরিবেশন করেছি। চ্যালেঞ্জটা আমি দারুণ উপভোগ করেছি।’

এম/


কোক স্টুডিও বাংলা সন্ধ্যাতারা অর্ণব সুনিধি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন