শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান *** 'পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক' *** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

কোরবানির ঈদ সামনে রেখে দিনাজপুরে গড়ে উঠেছে মহিষের খামার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সীমান্তঘেঁষা দিনাজপুরের হিলিতে বাণিজ্যিকভাবে বিদেশি জাতের মহিষের খামার গড়ে উঠেছে। কোরবানির ঈদ সামনে রেখে খামারে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বিদেশি মহিষ লালন-পালন করা হচ্ছে।

সম্প্রতি  এ খামারটি সরেজমিনে দেখা যায়, টিনশেডের ছাউনির নিচে সাদা ও কালো রঙের মহিষ বেঁধে রাখা। সেখানে খামারিরা পরিচর্যায় ব্যস্ত। কোরবানি ঈদকে সামনে রেখে এ খামারে প্রায় অর্ধশত মহিষের পরিচর্যা চলছে। শ্রমিকদের কেউ খড় দিচ্ছেন, কেউ বা দিচ্ছেন ভূসি ও ধানের তুষের খাবার। কেউ বা অতিরিক্ত তাপ থেকে রক্ষায় মহিষগুলোকে পাশের বিলে গোসল করাতে নিয়ে যাচ্ছে। এক শ্রমিক বলেন, ‘আমরা আগে বেকার ছিলাম। গ্রামে খামার হওয়ায় আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।’

আরেকজন শ্রমিক বলেন, আগে অন্য কাজ করতাম। তাতে না পোষানোয় এখানে কাজ করছি। মাসে ১৫ হাজার করে বেতন পাচ্ছি এখানে। তা দিয়ে আমার সংসার চলছে। আমরা বেশ ভালো চাচ্ছি।  

খামার মালিক সুমন মিয়া জানান, ঢাকা থেকে সংগৃহীত অন্য মহিষের মধ্যে একটি বিদেশি জাতের মহিষ রয়েছে। এটির ওজন প্রায় ৩ টন এবং উচ্চতা সাড়ে ৬ ফুট। তার দাবি, ওজন ও উচ্চতার দিক দিয়ে এটি দেশের মধ্যে দ্বিতীয় বৃহৎ মহিষ।

তিনি বলেন, ‘আমি শুনেছি, ঢাকায় একটি মহিষ রয়েছে যেটি আমার মহিষটি থেকে ২ ফুট উঁচু। তা ছাড়া পুরো বাংলাদেশে আমার মহিষ থেকে উঁচু মহিষ নেই।’

এদিকে খামারে মহিষের গোবর খামার মালিকের অতিরিক্ত মুনাফার জোগান দিচ্ছে। এসব গোবর জৈবসার হিসেবে ব্যবহার হওয়ায় এটির প্রচুর চাহিদা রয়েছে। খামার ম্যানেজার সুরুজ মিয়া বলেন, ‘কৃষকের কাছে আমরা জৈবসার বিক্রি করছি। তারা তাদের জমিতে এটি ব্যবহার করছেন।’

আরো পড়ুন: ঢাকা-কক্সবাজার ট্রেন চলবে সেপ্টেম্বরের মধ্যে: রেলমন্ত্রী

অন্যদিকে খামারটি সম্প্রসারণ করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে দিনাজপুরের হাকিমপুর প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোছা. নাছরিন খাতুন বলেন, ‘খামারটিকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছি।খামারটি কীভাবে বাড়ানো যায়, সেটি নিয়ে পরামর্শ দেয়ার পাশাপাশি আমরা সব ধরনের সাহায্য করে যাচ্ছি।প্রসঙ্গত, খামারটিতে প্রায় দেড় কোটি টাকার মহিষ পালনের পাশাপাশি ৫১টি মহিষ মোটাতাজা করা হচ্ছে। 

এম/


 

কোরবানি ঈদ মহিষের খামার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন