মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খতনা করাতে এসে শিশুর মৃত্যু : ইউনাইটেডের দুই চিকিৎসক ও পরিচালকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে।

ডিএমপির বাড্ডা থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলাটি দায়ের করেন মৃত শিশুর বাবা মো.শামীম আহামেদ।

মঙ্গলবার (৯ই জানুয়ারি) বিকেলে তিনি মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডার থানায় অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন গাজী গণমাধ্যমকে বলেন, শিশু আয়ানের বাবা মো.শামীম আহামেদ অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। মামলায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের দুই ডাক্তার ও পরিচালককে আসামি করা হয়েছে। তবে আসামিদের নাম জানা যায়নি।

উল্লেখ্য, সুন্নাতে খতনা করাতে গত ৩১ ডিসেম্বর বাড্ডা মাদানী অ্যাভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানকে ভর্তি করায় পরিবার। সেখানে তাকে অস্ত্রোপচার পূর্ববর্তী এনেসথেসিয়া দেওয়ার পর টানা তিনদিন জ্ঞান ফেরেনি তার। পরে তাকে গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার দিবাগত রাতে মারা যায় শিশুটি।

ওআ/

মৃত্যু খতনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন