শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চর্বিতে রং মিশিয়ে গরুর মাংস হিসেবে বিক্রি, দুই বিক্রেতাকে জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে গরুর মাংসের সাদা চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রির দায়ে দুই বিক্রেতাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১লা ডিসেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. হাসান-আল-মারুফের নেতৃত্বে শহরের মিরপুর ওয়াবদা ও সদর উপজেলার কড্ডার মোড় নামক স্থানে মাংসের দোকানে এ অভিযান চালানো হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, মিরপুর ওয়াবদা এলাকার জুলমত আলী ও কড্ডার মোড় এলাকার রেজাউল করিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, উল্লেখিত দোকানে মাংসের সাদা চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি করে গ্রাহককে প্রতারণা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দোকানে অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয়। 

এ অপরাধে উভয় মাংসের দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এসকে/ 


গরুর মাংস জরিমানা চর্বি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন