শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার *** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

চুলের আগা ফাটা রুখতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সারা বছরই চুলের কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। কখনও মাথার ত্বকে খুশকির সমস্যা, কখনও অতিরিক্ত চুল পড়া, কখনও আবার দেখা দেয় আগা ফাটার সমস্যা। সঠিক পরিচর্যার পর কিছুদিনের জন্য চুল পড়া কিংবা খুশকির সমস্যা কমলেও আগা ফাটার সমস্যার সমাধান কিছুতেই হতে চায় না।

একাধিক কারণে চুলের ডগা ফাটতে পারে। যেমন-চুলের রুক্ষতা, পুষ্টির অভাব, অতিরিক্ত চুল আঁচড়ানো, চুল সঠিকভাবে পরিষ্কার না করা , সঠিক সময়ে চুলের আগা না কাটা ইত্যাদি। এছাড়াও সুষম খাদ্য না খাওয়া এবং অতিরিক্ত হেয়ার ড্রায়ার ব্যবহারের কারণেও চুলের ডগা ফাটতে পারে।

চুলের আগা ফাটার সমস্যা সমাধানে কী করবেন-

কলা: কলাতে থাকা পটাশিয়াম,জিঙ্ক, আয়রন, ভিটামিন সি, এ এবং ভিটামিন ই চুলের ময়েশ্চারাইজার ধরে রাখে এবং চুলের আগা ফাটা রোধ করে। এজন্য একটি পাকা কলা, ২ চামচ টক দই, ১ চামচ গোলাপজল ও হাফ চামচ লেবুর রস দিয়ে একটি প্যাক তৈরি করুন। এক ঘণ্টা পর ভালো করে শ্যাম্পু করে নিন।

ডিম: একটি ডিমের সঙ্গে ৩ চামচ আমন্ড অয়েল অথবা অলিভ অয়েল মিশিয়ে নিন। এবার এর সঙ্গে ১ চামচ  মধু ভালো করে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। মিশ্রণটি হেয়ার মাস্কের মতো মাথায় লাগান। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

আরো পড়ুন: গরমে ব্রণের সমস্যায়

পেঁপে: পেঁপেতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় এটি চুলের পুষ্টি জোগায়। এটি চুলের আগা ফাটা রোধের পাশাপাশি চুল নরম ও মসৃণ করে। এজন্য একটি পেঁপে ব্লেন্ড করে নিন। এবার এর সঙ্গে আধা কাপ টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। ৩০ মিনিট চুলে পেস্টটি লাগিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

মধু: মধু চুল এবং ত্বকের জন্য খুব উপকারী। ১ চামচ মধুর সঙ্গে সামান্য টক দই মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।

মসুরের ডাল: মসুর ডাল ত্বক ও চুলের জন্য সমান উপকারী। রাতে একটি পাত্রে খানিকটা মসুর ডাল ভিজিয়ে রাখুন। এর সঙ্গে ১ চামচ মেথি গুঁড়া, ১ কাপ টক দই মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি চুলে লাগিয়ে ২ ঘণ্টা পর শ্যাম্পু করুন।

এসি/আইকেজে 

চুল আগা ফাটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন