শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ছারপোকা দমনে উচ্চসতর্কতা জারি দ.কোরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ছারপোকার জ্বালায় অতিষ্ঠ হয়নি, এমন মানুষ পাওয়া বেশ দুষ্কর। গ্রামে কিংবা শহরে সব জায়গায় দেখা মিলবে রক্তচোষা এই ছোট্ট পোকাটির। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় এই পোকার উৎপাত এমন ভয়াবহভাবে বেড়েছে যে রীতিমতো এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। দেশের বাথহাউস, বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, রেলস্টেশনের মতো জায়গায় উচ্চসতর্কতা জারি করা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় অক্টোবরের শেষ থেকে ছারপোকাজনিত সংক্রমণ নিয়ে ৩০ জনের মতো মানুষ হাসপাতালে এসেছেন। যদিও ক’দিন আগেও দেশটিতে ছাড়পোকার নাম গন্ধ পর্যন্ত ছিল না। সবশেষ ছারপোকা দমন অভিযানের পর থেকে রক্তখেকো এই পোকার উৎপাত থেকে মুক্তই ছিলেন কোরিয়াবাসী।

কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, ২০১৪ সালের পর তাদের দেশে মাত্র ৯ জন মানুষ ছারপোকাজনিত সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। তবে শুধু অক্টোবরের শেষ থেকে ছারপোকাজনিত সংক্রমণ নিয়ে ৩০ জনের মতো মানুষ হাসপাতালে এসেছেন। এ কারণে ছারপোকা দমনে চার সপ্তাহের অভিযানে নেমেছে কর্মকর্তারা।

এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এই ধরনের ছারপোকার প্রাদুর্ভাব ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। এমনকি প্যারিস অলিম্পিক উপলক্ষে আগত অতিথিদের এই পোকার উৎপাত থেকে মুক্ত রাখতে সব আয়োজনের মধ্যেই ছারপোকা দমনে নামতে হয়েছে ফরাসি সরকারকে। ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পর এবার এই পোকার প্রাদুর্ভাব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় ছড়াল।

অনেক বছর এই পোকার উৎপাত থেকে মুক্ত কোরিয়াবাসী সাম্প্রতিক এই প্রাদুর্ভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রতিনিয়ত ছারপোকার ছবি শেয়ার করে সামাজিক মাধ্যম ভাসিয়ে ফেলছেন তারা। কীভাবে ছারপোকার হাত থেকে বাঁচতে পারবেন সে বিষয়ে চাইছেন পরামর্শ।

এসকে/ 

দক্ষিণ কোরিয়া ছারপোকা উচ্চসতর্কতা জারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন