শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস

জামালপুরে শুরু হলো শ্বশুর মেলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

জামালপুরের মেলান্দহে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী শুরু হয়েছে ‘শ্বশুর মেলা’। মেলা চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। এ মেলা ঘিরে এলাকায় শুরু হয়েছে উৎসবের আমেজ। উপজেলার তেঘরিয়া জয় বাংলা বাজারে পাশে একটি মাঠে এই ‘শ্বশুর মেলা’ শুরু হয়েছে।

শ্বশুর মেলায় ১০০টি বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এদের মধ্যে রয়েছে দেশীয় বস্ত্র, কসমেটিক্স অ্যান্ড বিউটি, জুতা ও চামড়াজাত পণ্যর ব্যাগ, স্পোর্টস আইটেম, খেলনা, স্টেশনারি, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়েছে।

আরো পড়ুন: হবিগঞ্জের ডিসি প্রত্যাহার

মেলার আয়োজক কমিটি ও স্থানীয়রা বলছেন, এই শ্বশুর মেলা উপলক্ষ্যে তেঘরিয়া এলাকায় আনন্দ উল্লাস চলছে। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে, এলাকার জামাইয়েরা তাদের শ্বশুর-শাশুড়িকে দাওয়াত করে এনেছে। শীতকালে এবার এলাকায় জামাইয়ের শ্বশুরবাড়িতে না গিয়ে শশুর-শাশুড়িকে দাওয়াত করে জামাই বাড়িতে এনেছে। মেলায় নাতিদের নিয়ে নানারা ঘুরে বেড়িয়ে আনন্দ উল্লাস করছে।

নাজিম উদ্দিন নামে এক জন বলেন, নাতিনদের সঙ্গে নিয়ে মেলায় ঘুরতে এসেছি। নাতিনদের নাগরদোলা ও ট্রেনে উঠিয়েছিলাম। মেয়ে জামাই দাওয়াত করে এনেছে। জামাই বাড়িতে বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করেছে মেয়ে। 

শ্বশুর মেলার আহ্বায়ক শাহাদাৎ হোসেন উজ্জল বলেন, শ্বশুর মেলা প্রথমবারের মত আয়োজন করা হয়েছে এবার। এলাকায় এই সময়টাতে প্রতিটি বাড়িতে পিঠাপুলির আয়োজন করা হয়। এবার জামাইয়েরা শ্বশুরবাড়িতে না গিয়ে, শ্বশুরদের জামাই বাড়িতে দাওয়াত করা হয়েছে। তাই শীতকালীন মেলার পরিবর্তে শ্বশুর মেলা দিয়েছি। 

এইচআ/ আই. কে. জে/ 


জামালপুর শ্বশুর মেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250