শনিবার, ১২ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবারের নববর্ষের শোভাযাত্রায় তরমুজের মোটিফ থাকছে যে কারণে *** ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে পরিবর্তন *** আ. লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বলছেন এক এগারোর সরকারের দাপুটে উপদেষ্টা *** ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে অর্থনীতিতে প্রভাব পড়বে কী না, যা বলছেন অর্থনীতিবিদ *** মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল *** বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো *** 'রাস্তায় মানুষ বলছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন' *** বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল প্রসঙ্গে যা বলছেন ভারতীয় সাংবাদিক *** আজ রাতে ১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস *** অলিম্পিকে ইতিহাস গড়তে যাচ্ছেন নারী অ্যাথলেটরা

ডাচদের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

টুর্নামেন্টে এখনো পর্যন্ত পাঁচ ম্যাচ খেললেও আফগানিস্তানের বিপক্ষে প্রথমটি ছাড়া বাকি চারটিতেই টানা হারের স্বাদ নিতে হয়েছে বাংলাদেশকে। ফলে কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে সেমিতে যাওয়ার স্বপ্ন। 

চার হারের পর জয়ে ফেরার লক্ষ্যে শনিবার (২৮ অক্টোবর) আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের দল। দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে টাইগারদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। 

টুর্নামেন্টে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ ডাচদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আজ একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। নাসুম আহমেদ এবং হাসান মাহমুদের পরিবর্তে আজ খেলবেন শেখ মাহেদী এবং তাসকিন আহমেদ। 

এদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে অঘটনের জন্ম দেয়া ডাচরাও আজ টাইগারদের বিপক্ষে মাঠে নেমেছে একাদশে দুইটি পরিবর্তন নিয়ে। তেজা নিদামানুরু ও রোলফ ফন ডার মারওয়ের বদলে আজ খেলবেন ওয়েসলি বারেসি ও শারিজ আহমেদ। 

বাংলাদেশ একাদশ: 

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। 

নেদারল্যান্ডস একাদশ: 

ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), বাস ডি লিডি, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।

এসকে/ 

ক্রিকেট বাংলাদেশ বিশ্বকাপ নেদারল্যান্ডস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন