রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

ড্রোন ব্যবহার করে ভারতে মাদক পাচার করছে পাকিস্তানি চোরাকারবারিরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৩

#

ছবি: পিটিছি নিউজ

ড্রোন ব্যবহার করে পাকিস্তানি চোরাকারবারিরা অবৈধ মাদক (বিশেষ করে হেরোইন) ভারতীয় ভূখণ্ডে পাচার করছে বলে স্বীকার করেন, পাকিস্তান সরকারের একজন উর্ধ্বতন কর্মকর্তা। জানা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারি মালিক মুহাম্মদ আহমেদ খান এ বিষয়টি স্বীকার করেছেন। মালিক মুহাম্মদ আহমেদ খান ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তবর্তী কাসুর শহরের প্রতিনিধিত্বকারী প্রাদেশিক পরিষদের (এমপিএ) সদস্যও।

তিনি স্বীকার করেছেন যে পাকিস্তানি চোরাকারবারিরা পাকিস্তান-ভারত সীমান্তের নিকটবর্তী কাসুরের বন্যাকবলিত এলাকায় ড্রোন ব্যবহার করে অবৈধ মাদক পাচার করছে। এমতাবস্থায় বন্যায় ভুক্তভোগীদের পুনর্বাসনের জন্য তিনি একটি বিশেষ প্যাকেজের দাবি জানান। অন্যথায় ভুক্তভোগীরা মাদক পাচারের কাজে চোরাকারবারিদের সাহায্য করতে পারে বলেও তার আশঙ্কা রয়েছে। 

সম্প্রতি মাদক পাচারের দুইটি ঘটনা সম্পর্কে আলোকপাত করেন তিনি, যেখানে প্রতিটি ড্রোনের সাথে ১০ কেজি পরিমাণের হেরোইন পাচার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতীয় সেনাবাহিনীরাও মাদক পাচারের সাথে জড়িত অনেক পাকিস্তানি ড্রোনকেই আটক করেছে। 

চলতি বছরের এপ্রিলে, জম্মু ও কাশ্মির পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং জানান পাকিস্তানি ড্রোন দ্বারা অস্ত্র ও মাদক পাচারের বিরুদ্ধে ভারতীয় নিরাপত্তা বাহিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

২১ জুলাই, বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ সৈন্যরা পাঞ্জাবের তারন তারান জেলার মাস্তগড় গ্রামের কাছাকাছি এক কৃষিক্ষেত থেকে ভাঙা অবস্থায় একটি ড্রোন আবিষ্কার করেন।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ একটি অনুসন্ধান অভিযান শুরু করে এবং মাস্তগড় গ্রামের উপকণ্ঠ থেকে পাকিস্তানি ড্রোনটিকে উদ্ধার করে।

এর আগে, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) পাঞ্জাবের তারন তারান জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে পাকিস্তানি ড্রোন থেকে ফেলে যাওয়া ২.৩৫ কেজি হেরোইন জব্দ করে চোরাকারবারিদের ঘৃণ্য পরিকল্পনা ব্যর্থ করে।

আরো পড়ুন: পিএলএ ড্রোনের মাধ্যমে তাইওয়ানকে ভয় দেখানোর অপচেষ্টা

২৯ জুন, বিএসএফ সৈন্যরা তারন তারান জেলার খালড়া গ্রামের কৃষিক্ষেত থেকে পাকিস্তানি ড্রোন থেকে ফেলে দেওয়া প্রায় ৫.১২০ কেজি হেরোইন উদ্ধার করে। এর আগে, ২৪ জুন, বিএসএফের সৈন্যরা পাঞ্জাবের তারন তারান সেক্টরের ভারতীয় আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে।

২২ জুন, পাঞ্জাবের ফাজিলকায় বিএসএফ পাকিস্তানের একটি ড্রোন এবং আবুহর সীমান্তের কাছে মাদকদ্রব্যের দুটি প্যাকেট উদ্ধার করে।

অন্যদিকে, রাজস্থানের বিকানের থেকেও বিএসএফ কর্মীরা পাকিস্তানের একটি ড্রোন এবং রাওলা সীমান্তের কাছে মাদকদ্রব্যের দুটি প্যাকেট উদ্ধার করে।

এম এইচ ডি/ আই. কে. জে/

পাকিস্তান ভারত ড্রোন মাদকদ্রব্য পাচার চোরাকারবারি হেরোইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250