ছবি: সংগৃহীত
সূর্যের কিরণে কুয়াশার চাদর কাটিয়ে পঞ্চগড়ে বেড়েছে তাপমাত্রা। এতে করে শীতের তীব্রতা কমে যাওয়ায় জনপদে ফিরেছে স্বস্তি। মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) সকাল ৯টায় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলা আবহাোয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন: বৃষ্টি হতে পারে দুই বিভাগে, কমতে পারে তাপমাত্রা
এর তিন ঘণ্টা আগে ভোর ৬টায় একই তাপমাত্রা রেকর্ড হয়েছে। তাপমাত্রা বাড়লেও জেলায় গত ১৬ই ডিসেম্বর থেকেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, রোদ ছড়িয়ে পড়ায় ফিরেছে কর্মচাঞ্চল্যের স্বস্তি। চা শ্রমিক, পাথর শ্রমিক, ভ্যানচালক, দিনমজুর, কৃষকসহ অন্যান্য পেশার মানুষদের সকালেই কাজে যেতে দেখা গেছে।
এইচআ/ এসি