রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

নতুন মাইলফলকে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের বড় ব্যবধানে পরাজয় বরণ করেছে টাইগাররা। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশ্বকাপের ঠিক আগে দলে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৯ রান করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাতে ভারতের মাটিতে বিশ্বকাপে দলে থাকার দাবি আরও জোরালো করেছেন তিনি। দলে ফেরা এই ক্রিকেটার প্রথম সেদিন অল্পের জন্য ছুঁতে পারেননি একটি মাইলফলক। তবে সিরিজের শেষ ওয়ানডেতে আর আক্ষেপ বাড়তে দেননি তিনি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচের মতো এদিনও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। এদিন ৩৫ রানেই ৩ উইকেট হারায় তারা। চতুর্থ উইকেট জুটিতে ৫৩ রান যোগ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। কিন্তু দলীয় ৮৮ রানে দুর্ভাগ্যজনকভাবে হিট আউট হয়ে যান মুশফিক।

এদিন ছয় নম্বরে ব্যাটিং করতে নামেন আগের ম্যাচে টাইগারদের পক্ষে সর্বোচ্চ রান করা মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে নামার সময় পাঁচ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ১ রান দূরে ছিলেন তিনি। এদিন প্রথম রানটি করতেই চতুর্থ বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ৩৭ বছর বয়সসি এই ব্যাটার।

এখন পর্যন্ত ২২১টি ওয়ানডের ১৯১ ইনিংসে ব্যাট করে এই রান করেছেন মাহমুদউল্লাহ। ৩টি শতক ছাড়াও করেছেন ২৭টি অর্ধশতক। সর্বোচ্চ ইনিংস ১২৮ রানের। ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ইনিংসটি খেলেছিলেন তিনি।

এদিন অবশ্য উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি মাহমুদউল্লাহ। শান্তর সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে অ্যাডাম মিলনের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি। তার আগে ২৭ বলে ২ চারে ২১ রান করেন তিনি। 

মাহমুদউল্লাহর আগে পাঁচ হাজারি এলিট ক্লাবে পা রেখেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

এসকে/

ক্রিকেট বিশ্বকাপ মাহমুদউল্লাহ রিয়াদ মাইলফলক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250