সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন সুবিধা আসছে গুগল ক্রোমে

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

ক্রোম ১১৭

গুগল ক্রোম ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই এক বা একাধিক এক্সটেনশন ব্যবহার করেন। এই আগ্রহ কাজে লাগিয়ে ভুয়া বা মেলওয়্যারযুক্ত ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের তথ্যসহ ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহ করে থাকে হ্যাকাররা। 

নিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ব্রাউজার এক্সটেনশন নিজেদের ক্রোম ওয়েব স্টোর থেকে মুছে ফেলে গুগল। ফলে ব্যবহারকারীদের ব্রাউজার থেকেও স্বয়ংক্রিয়ভাবে এক্সটেনশনগুলো মুছে যায়। কিন্তু এক্সটেনশনগুলো কেন মুছে ফেলা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানতে না পারায় অনেক ব্যবহারকারী বিরক্ত হন, কাজেও সমস্যা হয় অনেকের। তাই এবার ক্রোম ওয়েব স্টোর থেকে ব্রাউজার এক্সটেনশন মুছে ফেলার কারণ ব্যবহারকারীদের জানানোর উদ্যোগ নিয়েছে ক্রোম ব্রাউজার।

ক্রোম এক্সটেনশন বিভাগের প্রকৌশলী অলিভার ডাঙ্ক জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে আসতে যাওয়া ‘ক্রোম ১১৭’ সংস্করণে ব্রাউজার এক্সটেনশনের সতর্কবার্তা সুবিধাযুক্ত করা হবে। নতুন এ সুবিধা চালু হলে ক্রোম ওয়েব স্টোর থেকে কোনো ব্রাউজার এক্সটেনশন মুছে ফেললেই ব্যবহারকারীদের বার্তা পাঠাবে ক্রোম ব্রাউজার। ফলে ব্যবহারকারীরা ব্রাউজার এক্সটেনশন মুছে ফেলার কারণ সম্পর্কে জানতে পারবেন। শুধু তা-ই নয়, ক্রোম ওয়েব স্টোর থেকে ব্রাউজার এক্সটেনশন মুছে ফেললেও সেটি ব্যবহারকারীদের ব্রাউজার থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। এর ফলে ব্যবহারকারীরা চাইলে ব্রাউজার এক্সটেনশনটি নিজেদের ব্রাউজারে ব্যবহার করতে পারবেন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনলাইনে নিরাপদ থাকতে হলে প্রয়োজন না হলে একসঙ্গে একাধিক ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি অনলাইন থেকে নামানোর আগে ব্রাউজার এক্সটেনশনের বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতা বা মতামত জানতে হবে।

সূত্র: দ্য ভার্জ 

এসকে/ 

গুগল ক্রোম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন