বাবার সঙ্গে গেইলের নাচের দৃশ্য - ছবি:সংগৃহীত
নানা আড়ম্বরে বিশ্বজুড়ে পালন হচ্ছে বাবা দিবস। বিশেষ এ দিবস উপলক্ষে অনেকেই বাবাকে শুভেচ্ছা জানিয়ে থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে। রোববার (১৮ জুন) এই দিবস উপলক্ষে ক্রীড়াঙ্গনের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ক্রিস গেইলও।
গেইলের শুভেচ্ছাবার্তাটা অবশ্য কিছুটা ভিন্ন ধরনের। নাইট ক্লাবের বাবার সঙ্গে নাচের ভিডিও দিয়ে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিভার্স বস। রোববার নিজের ইনস্টাগ্রামে বাবার সঙ্গে নাইট ক্লাবে নাচার সেই ভিডিও আপলোড করেছেন ক্যারিবীয় ক্রিকেটার।
ভিডিওতে দেখা যায়, নাইট ক্লাবে বাবাকে জড়িয়ে ধরে নাচছেন গেইল। বৃদ্ধ বাবা অবশ্য নাচে খুব একটা পারদর্শী নয়। তাই তাকে হাতে ধরে নাচের কৌশলও দেখিয়ে দিচ্ছিলেন তিনি। এ সময় এক নারীকেও দেখা যায় তাদের সঙ্গে।
ভিডিওটি আপলোড করে ক্যাপশনে গেইল লিখেছেন, 'বাবা দিবসের শুভেচ্ছা, স্যার গেইল। একসঙ্গে এটাই আমাদের প্রথম নাইট ক্লাবে যাওয়া। তোমাকে ভালোবাসি বাবা। জীবনটা উপভোগ করছি।'
আরো পড়ুন: ক্রোয়েশিয়া নাকি স্পেন, শিরোপা কার?
এম/