শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন *** দুশ্চিন্তা কমে ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি *** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ!

নারীদের যথাযোগ্য মর্যাদা না দিলে তালেবান-যুক্তরাষ্ট্র স্বাভাবিক সম্পর্ক অসম্ভব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের নারী, শিশু ও মানবাধিকার বিষয়ক মার্কিন বিশেষ দূত রিনা আমিরি জানান যে, তালেবান যদি মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন না করে, তবে তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না।

তিনি গত মঙ্গলবার টুইট বার্তার মাধ্যমে জানান যে, তালেবানেরা মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়।

সম্প্রতি জাতিসংঘের ডেপুটি প্রধান জানান যে, সংস্থাটি তালেবানদের স্বীকৃতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একটি সম্মেলনের ব্যবস্থা করবে৷ এরই পরিপ্রেক্ষিতে রিনা তার এই মন্তব্য করেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র, বেদান্ত পাটেল জানান যে, তালেবানদের স্বীকৃতি প্রদান কখনোই জাতিসংঘের উদ্দেশ্য হতে পারে না। জাতিসংঘ আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মে মাসের ১ এবং ২ তারিখ আন্তর্জাতিক সম্মেলন করবে।

আরো পড়ুন: তাইওয়ানকে চীনের হাত থেকে রক্ষায় এগিয়ে এসেছে যুক্তরাজ্য

জাতিসংঘ জানায় যে, তালেবান সরকার যদি স্থানীয় মহিলাদের বাইরে কাজ করার অধিকার প্রদান না করে, তবে মে মাসেই তারা আফগানিস্তানকে প্রত্যাহার করতে প্রস্তুত। তালেবান সরকার মহিলাদের কাজ করার অধিকার প্রদান করবে এই আশাতেই জাতিসংঘ তালেবান সরকারের সাথে আলোচনা করেছে।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে সম্প্রতি আফগান মহিলা জাতিসংঘ কর্মীদের কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হলে জাতিসংঘ এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।

এমএইচডি/ আই. কে. জে/

নারী তালেবান যুক্তরাষ্ট্র স্বাভাবিক সম্পর্ক টুইট বার্তা জাতিসংঘ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন