ছবি : সংগৃহীত
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা আবারো কমেছে । তবে তাপমাত্রা কমলেও রোদ থাকায় শীতের তীব্রতা কম। সকাল থেকেই নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কাজে যেতে পেরেছেন স্বাচ্ছন্দ্যে। তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (২৯শে ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর তিন ঘণ্টা আগে সকাল ৬টায় রেকর্ড করা হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গতকাল ২৮শে ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত তিন দিন ১২ থেকে ১২ দশমিক ৪ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হয়েছে।
খবরটি শেয়ার করুন