ছবি: সংগৃহীত
পঞ্চগড়ে তাপমাত্রা আবারো কমেছে। রোববার (২৪শে ডিসেম্বর) সকাল ৯টায় ১১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। হাড়কাঁপা শীতে কাঁপছে উত্তরের জেলার প্রান্তিক জনপদের মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: টানা ৩ দিন দেশের যেসব জায়াগায় বৃষ্টি হতে পারে
আবহাওয়ার তথ্যানুযায়ী, শনিবার ১৩ ডিগ্রি, শুক্রবার ৯.৬ ডিগ্রি, বৃহস্পতিবার ৯.৬, বুধবার ১০.১, মঙ্গলবার ৯.৫, সোমবার ৯.৭, রোববার ১০ এবং শনিবার ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রোববার সকালে দেখা মিলেছে সূর্যের মুখ। তবে শীতের তীব্রতা বেড়েছে। সন্ধ্যার পর থেকে হাড় কাঁপানো শীত অনুভব করছে এ অঞ্চলের মানুষ। এ শীত গায়ে নিয়েই নিম্নআয়ের মানুষগুলোকে কাজে যেতে দেখা গেছে। কেউ পাথর তুলতে, কেউ চা বাগানে, কেউ বীজতলাসহ দিনমজুরী কাজ করতে বেরিয়েছেন।
এইচআ/ আই.কে.জে