সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বেলুচ ছাত্রদের অপসারণের বিষয়ে বেলুচ বার কাউন্সিলের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বেলুচের ছাত্রদের অপসারণ এবং তাদের উপর সশস্ত্র হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেলুচিস্তান বার কাউন্সিল।

লাহোরের পুলিশ এ বিষয়ে অপরাধীদের মদদ দিচ্ছে বলেও অভিযোগ করে তারা। বার কাউন্সিলের মতে, এক গভীর ষড়যন্ত্রের শিকার বেলুচ ছাত্ররা। অন্যদিকে, গত ৯ তারিখ বেলুচিস্তানের ছাত্রদের উপর হামলার পর হওয়া প্রতিবাদে ভীত হয়ে গ্রেফতার হওয়া বেলুচ ছাত্রদের মুক্তির আশ্বাস দিয়েছে পাঞ্জাব। পাঞ্জাবের অতিরিক্ত মুখ্য সচিব এই আশ্বাস দেন।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও ব্যাপারটিকে গুরুত্বের সাথে দেখছেন। তিনি বেলুচ ছাত্রদের উপর হওয়া অত্যাচারের তীব্র নিন্দা জানান। 

৯ তারিখ, বেলুচ ছাত্রদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে যুদ্ধক্ষেত্রে পরিণত হয় সারাদেশ। এমনিতেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের পর থেকেই একের পর এক বিক্ষোভ চলছিলো দেশে।

গত সপ্তাহে, বেলুচিস্তান সরকার আর্থিক সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে। মঙ্গলবার বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদুস বিজেঞ্জোর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ফেডারেল সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের নেতিবাচক মনোভাবের তীব্র সমালোচনা করা হয়। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ১০০ লাখ পাকিস্তানি রুপি অনুদানের ঘোষণা করলেও ১০ মাস পর এসেও এই টাকা প্রদান করা হয় নি।

আরো পড়ুন: সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে মিলবেনা যুক্তরাষ্ট্রের ভিসা

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপর এ বিষয় সমাধানের দায়িত্ব প্রদান করলেও আজ পর্যন্ত এ সমস্যা সমাধান করা হয় নি। ফেডারেল সরকারের নেতিবাচক মনোভাবের ফলে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ও হতাশার সৃষ্টি হয়েছে।

 

পাকিস্তান পাঞ্জাব বিশ্ববিদ্যালয় বেলুচিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন