ছবি: সংগৃহীত
দলবদলের বাজার শুরু হওয়ার পর থেকেই পিএসজিতে চলছে চরম নাটকীয়তা। যার কেন্দ্রে আছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তবে চলতি মৌসুমে প্যারিসেই থাকছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজি সঙ্গে বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন ফ্রান্স স্ট্রাইকার। তাকে মূল দলে অন্তর্ভুক্ত করে বিবৃতি দিয়েছে পিএসজি।
বিবৃতিতে পিএসজি বলেছে, ‘লরিয়েন্তের বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পের সঙ্গে খুবই গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। আজ সকালে তাকে মূল দলের সঙ্গে অনুশীলনের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।’
আগের মৌসুমটা আশানুরূপ কাটেনি প্যারিসের ক্লাবটির। সান্ত্বনা হিসেবে কেবল লিগ ওয়ানের শিরোপা মেসি-এমবাপেদের কপালে জুটেছিল। পরবর্তীতে অস্বস্তির দুটি মৌসুম শেষে আর্জেন্টাইন মহাতারকা যোগ দেন আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানে তিনি কতটা স্বস্তিতে আছেন, সেটি সাম্প্রতিক পারফরম্যান্স এবং অনুশীলনের ছবিতে নজর দিলেই টের পাওয়া যায়। এছাড়া এমবাপেও অনেকদিন ধরে পিএসজি থেকে ‘যাই যাই’ করছেন। তার সম্ভাব্য গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে আগ্রহী এমবাপে-রিয়াল দুপক্ষই। এর মাঝে আবার অবিশ্বাস্য অঙ্কের প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে চেয়েছিল সৌদি আরবের ক্লাব আল-হিলাল। কিন্তু ফরাসি তারকা ক্লাবটির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎই করেননি। তার মূল লক্ষ্য যে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
আর.এইচ