শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

প্যান্ট বিহীন র‍্যাম্পে হাঁটলেন পুরুষ মডেলরা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০২৪ সালের র‌্যাম্প শোতে পুরুষরা প্যান্টহীনতার পথ বেছে নিচ্ছে কি? মিলান ফ্যাশন উইক মেনস এ/ডব্লিউ ২০২৪-এ জেডব্লিউ অ্যান্ডারসনের শোতে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিভিন্ন র‌্যাম্প শোতে নারীদেরই অংশগ্রহণ করতে বেশি দেখা যায়। এছাড়া মাঝেমধ্যে বিভিন্ন প্রাণীরও র‌্যাম্প শো দেখা যায়। কিন্তু এবার পুরুষরাও র‌্যাম্প শোতে অংশগ্রহণ করতে পারবেন। পুরুষ মডেল নিয়ে শোর আয়োজন করে সেই ইঙ্গিত দিয়েছে মিলান ফ্যাশন উইক।

২০২৪-এ জেডব্লিউ অ্যান্ডারসনের শোতে জোনাথন অ্যান্ডারসন তার পুরুষ মডেলদের কালো প্যান্টিহোজ পরিয়ে রানওয়েতে নামিয়ে দিয়েছিলেন যা তারা তাদের কালো অন্তর্বাসের ওপরে পরেছিলেন। তিনি ডিজাইনার প্যান্ট বাদ দিয়ে মডেলদের ওভারসাইজড টিশার্ট পরতে বাধ্য করেন এই শোতে।

আরো পড়ুন: এবার সজল ও তিশার চার হাত এক হচ্ছে!

এই শোয়ের ব্যাকগ্রাউন্ডও ছিল নজর কাড়া। নানা রূপকধর্মী আঁকা, বক্তব্য তুলে ধরা হয়েছিল সেখানে। গোটা সিনের সাইকোলজির সঙ্গে যেন সেই দৃশ্যগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। আর এই কাল্পনিক কালেকশনের ক্ষেত্রেও এই ব্যাকগ্রাউন্ড যে জরুরি ছিল সেটা বলাই বাহুল্য। অত্যন্ত রঙিন ছিল এদিনের এই ফ্যাশন শোয়ের ব্যাকগ্রাউন্ড।

এদিন মডেলদের ওভার সাইজের শার্ট, সোয়েটশার্ট পরে আসতে দেখা যায়। কেউ আবার পরেছিলেন গাউন! গাউন পরে সঙ্গে ব্যাগ নিয়ে হেঁটেছেন। কেউ আবার কেবল প্যান্ট পরেই এদিন ফ্যাশন উইকের ইভেন্টে হাঁটেন।

এসি/ আই. কে. জে/


র‍্যাম্প পুরুষ মডেলরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250