সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রসেনজিতের সাথে নতুন করে কোন স্মৃতি তৈরি করতে চান ঋতুপর্ণা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা জুটি প্রসেনজিৎ চ্যাটার্জি ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয় ক্যারিয়ারে এক সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা; যা আজও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে আছে। জুটি হিসেবে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা।

অনেকেই মনে করেন তাদের মধ্যে গোপন প্রেম ছিল। তবে বাস্তব জীবনে তারা ঘর বেঁধেছেন ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে। 

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটিকে সর্বশেষ একসঙ্গে দেখা গেছে ‘দৃষ্টিকোণ’ সিনেমায়। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে। এরপর অনেক দিন পেরিয়ে গেলেও তাদের সম্পর্কে যেন এক বিন্দুও ভাটা পড়েনি।

গতকাল ৩০ সেপ্টেম্বর ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। বিশেষ এই দিনেও তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। শুধু তাই নয়, অভিনেত্রী জন্মদিনে একটি সুন্দর বার্তাও তুলে ধরেছেন।

আরো পড়ুন: ৬১ তে পৌঁছালেন প্রসেনজিৎ

শনিবার, ঋতুপর্ণা তার সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন, ‘সবচেয়ে আশ্চর্যজনক ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা, তোমার সঙ্গে কাজ মানেই যেন খোলা হাওয়ার মতো অনুভূতি। তোমার সঙ্গে কাজ জীবনের সম্পদ।

চলো আবার আমরা একসঙ্গে ভাগ করে নিই সাফল্য। তৈরি করি অনেক মধুর স্মৃতি। শুভ জন্মদিন! আজকের দিনটা তোমার কাটুক হাসি আর ভালবাসায়।'

প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটি এত বছর ধরে বাংলা সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আইকনিক এই জুটি উত্তম-সুচিত্রার পর টলিউডে কোনও জুটি এতটা জনপ্রিয় হয়নি, যতটা তারা হয়েছিল। তারা ৫০টিরও বেশি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যার বেশিরভাগই হিট। 

এসি/  আই.কে.জে


ঋতুপর্ণা প্রসেনজিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন