প্রিয় মিহু,
কেমন আছ প্রশ্ন নেই! ভালো আছো বলেই তো গেছো। কেন এ ছল? বেশ মনে ধরেছিল তোমায়।
গতকাল এসেছিলে। বললে "চলো আবার বাঁধি"। তখন আমার হাত বাঁধা, মুখ বাঁধা, পারছিলাম না কিছুই বলতে। তখনই শুনি কলিং বেলের আওয়াজ। এবার ভাঙলো ঘুম। আচ্ছা জানো? জানালার সামনে আম গাছের ডালে দুটি পাখি বসত, কিন্তু তাদের এখন আর দেখি না। দেখি একটি আসে মাঝে মাঝে!
তোমায় এক নজর দেখার জন্য তীব্র তৃষ্ণায় কোনও প্রাণীর পানি খোঁজার ছোটাছুটির ন্যায়, আমারও সেই ছোটাছুটি। কিন্তু তুমি তো আসলে না।
কত আশা ভালোবাসা, কত কথা, কত রোজনামচা—সব স্মৃতির পাতায় ঝুলে থাকলো। কিন্তু তুমি আসলে না, ভালোবাসলে না। তোমার চুলের ঘ্রাণ, তোমার চাউনি, তোমার স্পর্শের দাগ এখনো রয়ে গেছে। তোমার কথা মনে করতেই মনে প্রশান্তি। কিন্তু হা-হা-হা অবুঝ তুমি। প্রশ্ন তাই রয়ে গেল, কেন এ ছল?
——ইতি
নাফফি
আরো পড়ুন : প্রিয় সৌরভী, কতো দিন হয়ে গেল তোমার সাথে দেখা নেই
এস/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন