শনিবার, ১১ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে গুজব, যা বললেন ছেলে জয় *** ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা সব সময় ধর্ম পালনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন: স্বরাষ্ট্র উপদেষ্টা *** বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন *** ‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’ *** শান্তিতে নোবেলজয়ী মারিয়া মাচাদোকে অভিনন্দন জানালেন ড. ইউনূস *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা

ফোনে নেটওয়ার্ক থাকে না, জানুন সমাধান

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

অনেকেই অভিযোগ করেন তাদের ফোনের নেটওয়ার্ক আপ-ডাউন করে। কখনো কখনো নেটওয়ার্ক আইকন নাই হয়ে যায়। স্মার্টফোনে নেটওয়ার্কের  এই সমস্যা কোনো নতুন বিষয় নয়, কারণ আমাদের মধ্যে প্রায় কম বেশি সকলেই নিত্যদিন এই ঝামেলায় পড়েন।

কখনো ঘরে বা কখনো বাইরে। কখনো অফিসে তো কখনো লিফটে। ফোনের নেটওয়ার্ক আসা-যাওয়া করে। অতএব এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তবে এমন কয়েকটি উপায় আছে যেগুলো মেনে চললে আপনি একটু হলেও কম নেটওয়ার্কের সমস্যার মধ্যে দিয়ে যাবেন। জানুন ফোনের নেটওয়ার্ক সমস্যার সমাধানের উপায়।

যারা খুব বেশি নেটওয়ার্কের সমস্যায় পড়েন, তারা বাড়ির ভেতরে একটি নেটওয়ার্ক বুস্টার ডিভাইস লাগিয়ে নিতে পারেন। এই ডিভাইস লাগালে আপনার বাড়িতে ব্যবহৃত স্মার্টফোনের নেটওয়ার্ক সমস্যা সমাধান হয়ে যাবে। যদিও এই ডিভাইসের দাম খুব একটা বেশি নয়।

আরো পড়ুন : পকেটের মধ্যেই সস্তায় সম্পূর্ণ কম্পিউটার!

আরো একটি কারণে বাড়িতে মূলত নেটওয়ার্ক আপ-ডাউন করে, সেটি হল ফলস সিলিং। যদি আপনার বাড়িতে ফলস সিলিং থাকে আজই এটি অপসারণ করার চেষ্টা করুন। না হলে নেটওয়ার্ক সমস্যা থেকে মুক্তি নেই। এর কারণেই মোবাইল নেটওয়ার্ক প্রভাবিত হয়। এছাড়াও বাড়িতে থাকার সময় অনেক সময় আপনার ফোনে কলও আসে না এবং আপনার ইন্টারনেট ব্যবহার করতেও অসুবিধে হয়।

বাড়িতে নেটওয়ার্কে প্রতিবন্ধকতা দেখা দেওয়ার আরেকটি কারণ হলো, ভারি জানালা। তাই যদি আপনি জানালায় কাঁচ ব্যবহার করেন তাহলে ফোনে নেটওয়ার্ক থাকে।  আবার অনেকেই উঁচু ফ্ল্যাটে থাকেন, উচ্চতার কারণে নেটওয়ার্ক কভারেজের সমস্যা হয়। 

তাই যদি  সম্ভব হয় তবে দুই থেকে চার তলার মধ্যে থাকার চেষ্টা করুন এতে ভালো নেটওয়ার্ক কভারেজ পাবেন। 

এস/  আই.কে.জে

টিপস ফোনে নেটওয়ার্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250