সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

বার্নাব্যুতে সমতায় শেষ রিয়াল-ম্যানসিটি লড়াই

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৩

#

সমতায় শেষ রিয়াল-সিটি লড়াই। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদ –ম্যানচেস্টার সিটিকে বর্তমান সময়ের সেরা দুই দল বলা যাবে কিনা তাদের সেটি নিয়ে তর্ক হতেই পারে। সেই দুই দলের জমজমাট লড়াই হলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে। উত্তাপ ছড়ানো এই লড়াইয়ে অবশ্য জেতেনি রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার সিটির কেউ। সান্তিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলে ড্র হয়েছে রিয়াল-সিটির লড়াই। প্রথমার্ধে ভিনিসিয়াসের গোলে রিয়াল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সিটিজেনদের সমতায় ফেরান কেভিন ডি ব্রুইনা। 

মঙ্গলবার রাতের ম্যাচে মাদ্রিদে এসে জয়ের সমান এক সমতা নিয়ে মাঠ ছেড়েছে সিটিজেনরা। রিয়ালকে ঘরের মাঠে রুখে গত মৌসুমে সেমিফাইনালে স্বপ্নভঙ্গের প্রতিশোধ নেওয়ার পথ রচনা করেছে চলতি মৌসুমে ট্রেবল জয়ের রেকর্ডের স্বপ্ন বোনা ম্যানসিটি। 

বার্নাব্যুর ভরা গ্যালারি আর গর্জনের সামনে শুরু থেকে বলের দখল নিয়ে কর্তৃত্ব করে খেলতে শুরু করে ম্যানসিটি। কিন্তু প্রথম গোল করে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৬ মিনিটে কামাভিঙ্গার পাস থেকে বক্সের মুখ থেকে বুলেট গতির অসাধারণ এক শটে গোল করেন রিয়ালের ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস। ওই গোলে প্রথমার্ধে লিড নিয়ে শেষ করে কার্লো আনচেলত্তির দল। 

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ভিনির মতোই এক শটে ম্যানসিটিকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইনি। ইলকে গুন্ডোগানের পাস থেকে বক্সের ঠিক মুখ থেকে জোরের ওপর দুর্দান্ত এক শট নেন তিনি। রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া বলের কাছে যাওয়ার আগেই তা ঢুকে যায় জালে। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১০ মে ২০২৩)

পরের কিছু সময় ম্যানসিটি ম্যাচে কর্তৃত্ব করে। গোল মুখে আক্রমণও তারা বেশি করেছে। শেষটায় আবার রিয়াল মাদ্রিদ গোলের সুযোগ তৈরি করেছে। কিন্তু গোল করতে পারেনি। দুই গোলরক্ষকই দুর্দান্ত কিছু সেভ দিয়েছেন। তবে রিয়াল মাদ্রিদ আক্ষেপ করতে পারে দুটি হ্যান্ডবলে রেফারি সাড়া না দেওয়ায়। যা পেনাল্টি হতে পারতো।  দ্বিতীয় লেগে ১৮ মে ম্যানসিটির মাঠ ইতিহাদে দুই দল মুখোমুখি হবে। ওই ম্যাচে ফেবারিট থাকবে সিটিজেনরা। জিতে ফাইনালে যেতে দুর্দান্ত কিছু করতে হবে লস ব্লাঙ্কোসদের।

এম/

 

উয়েফা চ্যাম্পিয়নস লিগ রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন