বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এস আলমকে নিয়ে গভর্নর বললেন, ‘চোরের মায়ের বড় গলা’ *** গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের *** শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা *** ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড *** অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি *** উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী *** আমাদের ‘নসিহত’ করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না: তৌহিদ হোসেন *** ভারতে নারীর নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ *** বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে কী বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় *** হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

ক্লাব বিশ্বকাপে রেফারিদের সঙ্গে থাকবে বডি ক্যাম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবার ফিফা ক্লাব বিশ্বকাপ-২০২৫ বেশ কিছু ভিন্নতা নিয়ে আসছে। প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপে রেফারিদের শরীরে ভিডিও ক্যামেরা বা বডি ক্যাম সংযুক্ত করেছে। আর তাই রেফারির চোখেও এবার খেলা দেখার সুযোগ পাবেন খোলার মাঠ ও মাঠের বাইরের দর্শকেরা। খবর দ্য এফের।

গতকাল সোমবার (১৪ই এপিল) ক্লাব বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করতে গিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ তথ্য জানিয়েছে।

এদিকে গতকাল সোমবার (১৪ই এপ্রিল) ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য মোট ১১৭ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ জন রেফারি, ৫৮ জন সহকারী রেফারি ও ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল বা ভিএআর রেফারি। মোট ৪১টি দেশের ম্যাচ অফিশিয়াল ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন আগাম ১৪ই জুন অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে।

এ ছাড়া ক্লাব বিশ্বকাপে এবার ফিফা’র (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এসোসিয়েশন ফুটবল) নতুন নিয়মে গোলকিপাররা ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে কর্নার কিক পাবে প্রতিপক্ষ দল। বর্তমানে এ নিয়মে প্রতিপক্ষকে ইনডিরেক্ট ফ্রি–‍কিক দেওয়া হয়।

ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, ‘আমরা মনে করি, বডি ক্যামের মাধ্যমে দর্শক খেলাটি দেখার নতুন অভিজ্ঞতা পাবেন। পর্দায় এমন কিছু অ্যাঙ্গেলের ছবি তারা দেখবেন, যা তারা আগে কখনো দেখার সুযোগ পাননি। এমনকি রেফারিদের প্রশিক্ষণেও কাজে লাগবে এটি। খেলার মাঠে তারা কীভাবে কাজ করেন সেটিও বুঝতে পারা যাবে।’

আগামী জন মাসে আমেরিকার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ই জুলাই।

আরএইচ/


ক্লাব বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250