সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিজয় দিবসে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৬ই ডিসেম্বর) উপজেলার হাটখোলা সীমান্তের ২৮১/১৫ পিলার এলাকায় বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন বিএসএফের চকগোপাল ক্যাম্প কমান্ডার কে কে যাদবের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন।

হাটখোলা ক্যাম্প কমান্ডার বলেন, মহান বিজয় দিবস উপলক্ষ্যে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান ভুঁয়ার পক্ষে বিএসএফকে মিষ্টি দেওয়া হয়।

তিনি আরো বলেন, দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব গুলিতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে। এসময় বিজিবি-বিএসএফ উভয় বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

এসকে/ 

বিজিবি বিএসএফ বিজয় দিবস মিষ্টি উপহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন