মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

বিশ্ববাজারে দাম কমলো জ্বালানি তেলের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক দিনেই কমল ৪ শতাংশ। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ওপেক প্লাস দেশগুলোর বৈঠক স্থগিত হওয়ায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম।

বুধবার (২২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪.৩৩ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৭৪.৪১ ডলার। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩.৭৮ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৭৯.৩৭ ডলার।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়াতে এ বছর দফায় দফায় তেলের সরবরাহ কমিয়েছে সৌদি আরব ও রাশিয়া নেতৃত্বাধীন ওপেক প্লাস দেশগুলো। এর ফলে তেলের দাম বাড়তে শুরু করে এবং একপর্যায়ে তা প্রতি ব্যারেল ৯৮ ডলারে উঠে যায়। কিন্তু এরপর বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়া ও আগামী বছর বাজারে সরবরাহ বেড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হওয়ায় তেলের দাম আবারও কমতে শুরু করে। গত সপ্তাহে তা প্রতি ব্যারেল ৮০ ডলারে নেমে এসেছে।

অনুষ্ঠিতব্য ওপেক প্লাসের বৈঠকে জ্বালানি তেল উৎপাদন আরো কমানো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু এ নিয়ে সৌদি আরবের সঙ্গে অন্য সদস্য দেশগুলোর মতবিরোধে দেখা দেওয়ায় বৈঠকটি স্থগিত করা হয়। এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র তেলের মজুদ বেড়েছে প্রায় ৯০ লাখ ব্যারেল। এমন খবরেও বিশ্ববাজারে নিম্নমুখী তেলের দাম।

ওআ/

জ্বালানি তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন