ছবি-সংগৃহীত
টলিউড অভিনেত্রী শুভশ্রীর বেবি বাম্প নিয়ে স্টাইলিশ লুকে তাক লাগিয়েছেন। তাঁর দ্বিতীয় সন্তান আসার আর মাত্র কয়েকদিন বাকি, তার ঠিক আগেই নতুন ফটোশুটের ছবি পোস্ট করলেন শুভশ্রী।
আগেও স্টাইল স্টেটমেন্ট দিয়ে সকলের নজর কাড়ছেন রাজ ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর গোটা প্রেগন্যান্সি পিরিয়ডে তাঁকে একদম বসে থাকতে দেখা যায়নি। বরং চুটিয়ে কাজ করেছেন, বরের সঙ্গে ঘুরতেও গিয়েছেন। একাধিক পার্টিতেও দেখা মিলেছে টলিউডের এই অন্যতম ব্যস্ত নায়িকার। আর অন্যান্য সময়ের মতোই তিনি এই সময়েও বারবার তাঁর সাজ দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে।
পুজোর সময় কখনও চুড়িদার, কখনও শাড়িতে মন কেড়েছেন ভক্তদের। বিজয়া পার্টি বা কোনও ছবি সংক্রান্ত পার্টিতে বিভিন্ন ধরনের ড্রেসে ধরা দিয়েছেন।
তবে এদিন তাঁকে কালো অফ শোল্ডার ড্রেসে দেখা যায়। কানে পরেছিলেন স্টাড, হাতে ছিল একটি ব্যাঙ্গেল এবং একটি ঘড়ি। গর্জিয়াস মেকআপে সাজ সম্পন্ন করেন তিনি। তাঁর এদিনের ফটোশুটের তিনটি ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী।
আরো পড়ুন: জায়েদ খানের সঙ্গে অভিনয় করবেন ইধিকা
রাজ-পত্নী এদিন এই ফটোশুটের ছবিগুলো পোস্ট করে লেখেন, 'সার্ভিং আপ সাম গ্ল্যাম।' তিনি যে টলিউডের অন্যতম গ্ল্যাম কুইন সেটা বলার অপেক্ষা রাখে না।
এই তো কদিন আগেই তাঁর জন্মদিনের দিন একটি বডি ফিট নীল ড্রেসে দেখা গিয়েছিল তাঁকে। বেবি বাম্প নিয়ে পোজ দিয়ে ছবিও তোলেন। ফাটিয়ে মজা করেন রাজ এবং অন্যান্য অতিথিদের সঙ্গেও।
শুভশ্রীর এদিনের সাজ দেখে মুগ্ধ ভক্তরা। তিনি যে হবু মায়েদের অনেকটাই অনুপ্রেরণা দিচ্ছেন, ফ্যাশন এবং স্টাইলের আইডিয়া দিচ্ছেন সেটা বলার অপেক্ষা রাখে না। এক ব্যক্তি এদিন তাঁর পোস্টে লেখেন, 'হ্যাঁ, গ্ল্যামারের পাশাপাশি গোলসও সেট করে দিচ্ছেন।'
আরেকজন লেখেন, 'এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছে না।' কেউ আবার ট্রেন্ডে ভেসে লেখেন, 'সো বিউটিফুল, সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও।'
শুভশ্রী যে কেবল তাঁর ফ্যাশন দিয়ে সবার নজর কাড়ছেন সেটাই নয়, তিনি তাঁর সমস্ত শখপূরণও করছেন। কদিন আগেই তাঁকে মালাই টোল্ট খেতে দেখা যায়। মাতৃত্বকালীন সমস্ত অনুভূতিকেই তিনি এই সময় উপভোগ করে নিচ্ছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসি/ আই.কে.জে/