শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

বড় পর্দায় নতুন রুপে মিঠুন-দেবশ্রী জুটি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

১৯৭৬ সালে মুক্তি পায় মৃণাল সেন পরিচালিত ছবি ‘মৃগয়া’। এই ছবিতে দর্শক মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্করকে দেখেছিলেন। গত বছর বড়দিনে মুক্তি পেয়েছিল ‘প্রজাপতি’। এই ছবির হাত ধরেই দর্শকদের সামনে চার দশক পর হাজির হয়েছিল মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্করের জুটি। নতুন পরিসরে নতুন অবতারে দর্শকরা দুই অভিনেতাকে দেখে আপ্লুত।

বক্স অফিসে ‘প্রজাপতি’ ব্লকবাস্টার হয়েছিল। বাংলায় এখন বাণিজ্যিক ছবিতে ইদানীং কালে ‘জুটি’-র ধারণা বদলে গিয়েছে। তাই অনেকেই স্মৃতিমেদুরতাকে হাতিয়ার করতে চাইছেন। যেমন ‘প্রজাপতি’-র পর আরও একবার অতীতের সহ-অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মিঠুন। 

পথিকৃৎ বসু পরিচালিত ‘শাস্ত্রী’ ছবিতে মিঠুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন দেবশ্রী রায়। অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনা সংস্থা থেকে তৈরি হচ্ছে এই ছবি। ইন্ডাস্ট্রির একাংশের মতে, পুরনো জুটিকে পর্দায় হাজির করতে পারলে দর্শকদের একটা বড় অংশ সেই ছবির প্রতি আকৃষ্ট হতে পারেন। আবার কারও মতে, এই ফর্মুলা হিট করেছে মানে, আগামী দিনে এ রকম আরও জুটি পর্দায় ফিরতে পারেন।

সম্প্রতি, দেবশ্রী পা রেখেছেন ওটিটি প্ল্যাটফর্মে। এই মুহূর্তে অভিনেত্রী তাঁর প্রথম ওয়েব সিরিজ় ‘কেমিস্ট্রি মাসি’-র শুটিংয়ে ব্যস্ত। অন্য দিকে মিঠুন ‘কাবুলিওয়ালা’ ছবির শুটিং শেষ করেছেন। চলতি বছরে বড়দিনে ছবিটি মুক্তি পাওয়ার কথা। স্বাভাবিক ভাবেই দুই বর্ষীয়ান অভিনেতার কাজের ব্যস্ততা দেখে খুশি অনুরাগীরা।

মিঠুন-দেবশ্রী একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। তার মধ্যে কিছু ছবি দর্শক এখনও মনে রেখেছেন। ১৯৭৬ সালে মুক্তি পেয়েছিল অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘নদী থেকে সাগরে’। এই ছবিতে জুটি বেঁধেছিলেন মিঠুন-দেবশ্রী। এটাই ছিল নায়িকা হিসাবে দেবশ্রীর প্রথম ছবি।

১৯৮২ সালে মুক্তি পায় সুপারহিট ছবি ‘ত্রয়ী’। এই ছবিতেও মিঠুন-দেবশ্রী জুটি কামাল করে। ছবির গল্পের পাশাপাশি গানগুলিও তুমুল জনপ্রিয়তা পায়। বিশেষ করে ‘এক টানেতে যেমন তেমন’ বা ‘জানা অজানা পথে চলেছি’ এখনও সঙ্গীতপ্রেমী বাঙালির মনে আছে।

আরো পড়ুন: কুছ কুছ হোতা হ্যায়র ২৫ বছর পূর্তিতে কী চমকের কথা জানালেন শাহরুখ!

২০০৫ সালে মুক্তি পায় রবি কিনাগি পরিচালিত ছবি ‘যুদ্ধ’। মিঠুন এবং জিতের দ্বৈরথকে কেন্দ্র করেই ছবির গল্প এগোয়। তবে বাণিজ্য সফল এই ছবিতেও মিঠুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন দেবশ্রী।

২০০৬ সালে মুক্তি পায় মিঠুন অভিনীত জনপ্রিয় ছবি ‘এমএলএ ফাটাকেষ্ট’। পরের বছর মুক্তি পায় অনুপ সেনগুপ্ত পরিচালিত ছবি ‘মহাগুরু’। দু’টি ছবিতেই মিঠুন এবং দেবশ্রী স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেন।

এ ছাড়াও ‘ফেরারি ফৌজ’, ‘অভিমন্যু’, ‘টাইগার’ এবং ‘শুকনো লঙ্কা’ ছবিতেও এক সঙ্গে অভিনয় করেছেন মিঠুন-দেবশ্রী।

এসি/ আই.কে.জে/


মিঠুন চক্রবর্তী দেবশ্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250