ছবি: সংগৃহীত
সম্প্রতি সিনেমার কাজে বাংলাদেশে এসেছেন ঋতুপর্ণা। হয়েছেন সংবাদমাধ্যমের মুখোমুখি। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের সম্মুখে উত্তরের ঝাঁপি খুলেছিলেন যেন ওপারের এই অভনেত্রী। কিন্তু বয়স নিয়ে প্রশ্ন তুলতেই রুদ্রমূর্তি ধারণ করলেন ঋতুপর্ণা।
ঋতুপর্ণার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, ৫২ বছর বয়সেও আপনি ফিটনেস ধরে রেখেছেন কীভাবে? তাতেই অগ্নিশর্মা হয়ে যান তিনি। ক্রোধান্বিত হয়ে বলেন, ‘এটা বলার কি খুব দরকার? নায়িকাদের এ প্রশ্ন কখনও করতে নেই। আর ওই বয়সটা এখনও হয়নি আমার, যেটা আপনি বলছেন।’
এ সময় ঢাকায় আসা প্রসঙ্গে তিনি বলেন, “যতবার ঢাকায় আসি, ততবার মনে হয় নিজের শহরে এসেছি। এবার এসেছি ‘স্পর্শ’ সিনেমার শেষ লটের শুটিং করতে। সুন্দর গল্পের একটা সিনেমা। খুব ভালো হচ্ছে শুটিং।”
আরো পড়ুন: আবার বিয়ে করেছেন অপু বিশ্বাস!
ঢালিউডের অসংখ্য ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা। মান্না, ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, আমিন খান, রিয়াজের মতো জনপ্রিয় নায়কদের বিপরীতে দেখা গেছে তাকে। সম্প্রতি তিনি কাজ করছেন যৌথ প্রযোজনার একটি ছবিতে। ‘স্পর্শ’ নামের এ ছবিতে তিনি জুটি বেঁধেছেন নিরবের সঙ্গে।
এসি/ আই.কে.জে/