সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

ভারত-পাকিস্তান ম্যাচে ঝড়-বৃষ্টির শঙ্কা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে রবিবার (১০ সেপ্টেম্বর) কলম্বোয় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচেও বৃষ্টি হানা দেওয়ার যথেষ্ট ঝুঁকি আছে বলে জানিয়েছে ক্রিকইনফো। কয়েক দিন ধরেই কলম্বোয় প্রচুর বৃষ্টি হয়েছে। আর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচে বজ্রঝড়ের আশঙ্কাও আছে।

ভারত-পাকিস্তানের ম্যাচ কি নির্বিঘ্নে হবে? সব থেকে বড় প্রশ্ন এখন ক্রিকেটপ্রেমীদের মনে। 

কলম্বোর আকাশে উদ্বেগের মেঘ নেই রবিবার সকাল থেকে। কালো মেঘের আনাগোনা থাকলেও আকাশ মূলত পরিষ্কার। সকাল থেকেই ঝলমলে রোদ শ্রীলঙ্কার রাজধানী শহর জুড়ে। নির্ধারিত সময় দুপুর ৩টেয় ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়া নিয়ে তেমন সংশয় নেই। তবে, নির্বিঘ্নে পুরো খেলা হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। 

আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের পর থেকে কলম্বোর আকাশে ভিড় করবে কালো মেঘ। রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পড়তে পারে ভারত-পাকিস্তান ম্যাচেও। বৃষ্টি চলতে পরে সোমবার দুপুর বা বিকাল পর্যন্ত। পূর্বাভাসে জানানো হয়েছে, সময় যত এগোবে তত বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

দুপুর ২.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৫৬ শতাংশ। দুপুর ৩.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৮৪ শতাংশ। বিকাল ৪.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৮৭ শতাংশ। বিকাল ৫.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৭৯ শতাংশ। সন্ধে ৬.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। সন্ধে ৭.৩০ মিনিটে ৭৪ শতাংশ। রাত ৮.৩০ মিনিটে কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৭৮ শতাংশ। ৯.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। বেশি রাতের দিকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। রাত ১০.৩০ মিনিট এবং রাত ১১.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা যথাক্রমে ৮৬ এবং ৮৮ শতাংশ। অর্থাৎ, ভারত-পাকিস্তান ম্যাচের মাথায় বৃষ্টির আশঙ্কা থাকছেই।

সূত্র: আনন্দবাজার

এসকে/

ক্রিকেট এশিয়া কাপ শ্রীলঙ্কা বৃষ্টি ভারত-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন