শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প

ভুলে ভরা বিএনপিপন্থি আইনজীবীদের ব্যানার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ পূর্বাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ কর্মসূচির চার লাইনের একটি ব্যানারে ৫টি বানান ভুল ও একটি বিরাম চিহ্নের ভুল দেখা গেছে। 

সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আইনজীবী সমিতির চত্বরে ‘শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারকদের পদত্যাগ চাই’ শিরোনামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে কর্মসূচি পালন করা হয়। এর সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ঢালী। 

তাদের সেই প্রতিবাদ কর্মসূচির ব্যানারে শপথবদ্ধ শব্দের স্থলে লেখা হয়েছে ‘শপদবদ্ধ’, বিচারকদের স্থলে ‘বিচারকেদের’, জাতীয়তাবাদী-এর স্থলে ‘জাতীয়তাবদী’, ফোরামের স্থলে ‘ফোররাম’ এবং তারিখের স্থলে লেখা হয়েছে ‘তারি:’। এছাড়া ২১ আগস্ট, ২০২৩  এর স্থলে লেখা হয়েছে ‘২১আগস্ট২০২৩’।

এদিকে, একটি ছোট ব্যানারে এত বানান ভুলের বিষয় নিয়ে চলছে সমালোচনা। এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ঢালী গণমাধ্যমকে বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছি। তবে ব্যানার তৈরির সময় এত বানান ভুল হয়েছে, তা লক্ষ্য করিনি।’

তিনি আরো বলেন, ‘রবিবার রাতে হঠাৎ প্রতিবাদ কর্মসূচি পালনের অনুমতি পাই। রাতে তড়িঘড়ি করে দোকান থেকে ব্যানার তৈরি করেছি। সেখানের লোকজন ভুল করেছেন। সোমবার সকালে আমার সহকারী ব্যানারটি নিয়ে আসেন। কিন্তু তখন সময় স্বল্পতার কারণে ভুল চোখে পড়েনি। ভুলবশত হয়ে গেছে এটি।’

এ ব্যাপারে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা গণমাধ্যমকে বলেন, ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ কর্মসূচির একটি ব্যানারে অনেকগুলো ভুল ছিল। তবে কর্মসূচি চলা অবস্থায় বিষয়টি দেখিনি। পরে ভুলগুলো চোখে পড়েছে। আইনজীবীদের ব্যানারে এত ভুল দুঃখজনক।’

এম.এস.এইচ/

বিএনপি বানান ভুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250