বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

ভ্রমণ আর কেনাকাটাই শখ, দিনে প্রায় কোটি টাকা খরচ করেন তিনি

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ২রা জুন ২০২৩

#

আমিরাতের এই নারী প্রায়ই ছুটি কাটাতে বিশ্বের বিভিন্ন দেশের বিলাসবহুল রিসোর্ট ও দ্বীপে যাওয়ার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন

ভ্রমণ, খাবার কিংবা কেনাকাটার পেছনে মানুষকে অনেক সময় প্রচুর অর্থ ব্যয় করতে দেখা যায়। তবে এসবেরও একটা সীমা নিশ্চয় রয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের এমন এক নারীর সন্ধান পাওয়া গেছে, কেনাকাটা আর দেশ ঘুরতে যাওয়াটা তার কাছে এক ধরনের নেশা। আর একবার কেনাকাটা করতে গেলে তিনি প্রায় কোটি টাকা শেষ করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর নাম সৌদি। তার স্বামীর অর্থকে ব্যয় করাটাই যেন তার শখ। এই নারী বর্তমানে আরব আমিরাতের দুবাইয়ে স্বামীর সঙ্গে বসবাস করেন।

সৌদি বলেন, জামালের (তার স্বামী) মেজাজের ওপর নির্ভর করে আমরা সাধারণত একবারের কেনাকাটায় ৩ হাজার ৬০০ থেকে ৭২ হাজার পাউন্ড (বাংলাদেশি ৪ লাখ ৮১ হাজার থেকে ৯৬ লাখ ৩২ হাজার টাকার বেশি)। সৌদি আরও বলেন, তার প্রিয় ডিজাইনার হলেন ডিওর। আর তার স্বামীর প্রিয় ডিজাইনার হার্মিস।

আমিরাতের এই নারী প্রায়ই ছুটি কাটাতে বিশ্বের বিভিন্ন দেশের বিলাসবহুল রিসোর্ট ও দ্বীপে যাওয়ার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সৌদি বলেন, তিনি দুবাইয়ের একজন ধনাঢ্যশালী গৃহিণী। টিকটক এবং ইনস্টাগ্রামে তার লাখ লাখ ফলোয়ার রয়েছে। স্বামী-স্ত্রীর রয়েছে একই রকমের গাড়ি। সৌদিকে বিলাসবহুল একটি বার্কিন ব্যাগ ও দুটি গাড়িও উপহার দিয়েছেন তার স্বামী জামাল।

বাস্তব জীবনের কথা বলতে গিয়ে সৌদি বলেন, তিনি কেবল নির্দিষ্ট ডিজাইনারের নকশা করা পোশাক ও ব্যাগ পছন্দ করেন। প্রতিবার দেশের বাইরে ভ্রমণে গিয়ে কেনাকাটার পেছনে ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ করেন। সম্প্রতি মালদ্বীপ ভ্রমণ করেছেন তিনি। এই ভ্রমণে তাদের খরচ হয়েছে প্রায় ১৭ লাখ টাকা।

তিনি বলেন, আমরা দুজনই মালদ্বীপকে ভালোবাসি। আমরা কয়েক মাস পরপরই লন্ডনে যাই। মাত্র কয়েক দিন আগেই সিশেলস থেকে ফিরেছি। আমরা পরবর্তী ভ্রমণের জন্য জাপান যেতে চাই।

আরো পড়ুন: নিলামে ঘড়ির দাম উঠলো ৬৭ কোটি টাকা!

যুক্তরাজ্যের সাসেক্সে সৌদির জন্ম আর তার স্বামী জামাল সৌদি আরবের সমৃদ্ধশালী পরিবারের সদস্য। মাত্র ৬ বছর বয়সে সাসেক্স থেকে দুবাইয়ে পাড়ি জমান সৌদি। পরে দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে জামালের সাথে পরিচয় হয় তার। এর আগে চারবার বিয়ে করেছিলেন সৌদি। বর্তমানে দুই বছরের বিবাহিত জীবন পার করছেন এই দম্পতি।

সূত্র: ডেইলি স্টার ইউকে।

এম এইচ ডি/

মধ্যপ্রাচ্য সংযুক্ত আরব আমিরাত অফবিট আজব খবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন