শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন *** দুশ্চিন্তা কমে ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি *** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ!

মেসির ‘নাম্বার টেন’ বুসকেটস, মদরিচের কাছে অন্যতম সেরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ১১ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্পর্কটা অনেক দিনের। সের্হিও বুসকেটস আর লিওনেল মেসি—দুজনের স্মৃতিও অনেক। বার্সেলোনার জার্সিতে কত মুহূর্ত, কত সাফল্য! বার্সেলোনা কিংবদন্তি বুসকেটস সম্প্রতি ঘোষণা দিয়েছেন, এ মৌসুম শেষেই তিনি ক্যাম্প ন্যু ছাড়বেন। প্যারিসে বসে এ খবর পেয়ে, মেসি বড্ড স্মৃতিকাতর। সবাইকে মনে করিয়ে দিয়েছেন বুসকেটস কত ভালো ফুটবলার।

ইনস্টাগ্রামে বুসকেটসকে শ্রদ্ধা জানিয়েছেন মেসি। বার্সেলোনা ও স্পেন দলে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা বুসকেটসের জার্সি নম্বর ছিল ৫। সেটি মনে করিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিখেছেন, ‘খেলার মাঠে তুমি হয়তো ৫ নম্বর পরে খেলতে, কিন্তু মাঠে ও মাঠের বাইরে তুমি সব সময়ই “নাম্বার টেন” বুসি (বুসকেটস)।’ পরের লাইনে বুসকেটসের প্রতি শুভকামনাও জানিয়েছেন মেসি, ‘তোমার জীবনের নতুন অধ্যায়ে শুভকামনা জানাচ্ছি। শুভকামনা জানাচ্ছি তোমার পরিবারকে।’

বার্সেলোনার জার্সিতে মেসি আর বুসকেটস একসঙ্গে খেলেছেন ৫৬৭ ম্যাচ। দুজনে মিলে আটটি লা লিগার শিরোপা ও তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এ ছাড়া আছে সাতটি কোপা দেল রে ট্রফি। মাঠে ও মাঠের বাইরে বুসকেটসের সঙ্গে অজস্র স্মৃতির কথাও মনে করেছেন মেসি, ‘মাঠ ও মাঠের বাইরে অসংখ্য স্মৃতির জন্য ধন্যবাদ। অতীতে বহু সময় আমরা একসঙ্গে কাটিয়েছি। বেশির ভাগই ভালো সময়, কিছু খারাপ কিংবা কঠিন সময় যে নেই, সেটি নয়। এসব স্মৃতি থেকে যাবে চিরদিনের জন্য।’

বুসকেটসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদরিচও। ‘এল ক্লাসিকো’ প্রতিদ্বন্দ্বীকে নিজের দেখা অন্যতম সেরা মিডফিল্ডারও বলছেন মদরিচ, ‘আমি যাঁদের সঙ্গে খেলেছি, তাঁদের মধ্যে বুসকেটস অন্যতম সেরা মিডফিল্ডার।’

আরো পড়ুন: ফাইনালের স্বপ্ন ইন্টারের, হাল ছাড়ছে না মিলানও

মেসির সঙ্গে সৌদি আরবের ক্লাবের চুক্তি চূড়ান্ত হয়ে যাওয়ার খবর বার্তা সংস্থা এএফপি জানানোর দিনই বার্সেলোনা থেকে খবর আসে, বুসকেটস ক্যাম্প ন্যু ছাড়বেন। এদিকে গতকাল সৌদি আরবের পত্রিকা সৌদি গেজেট খবর দিয়েছে, আগামী মৌসুমে বুসকেটসের সৌদি ক্লাব আল–হিলালের খেলার ভালো সম্ভাবনা আছে। আল–হিলালে খেলতে পারেন জর্দি আলবাও। সম্ভাব্য কোচ হিসেবে পত্রিকাটি বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকের কথাও লিখেছে। বিশ্বকাপের পর স্পেনের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকে এনরিকের এখন কোনো দায়িত্বে নেই। আগামী মৌসুমে আল–হিলালের কোচ হিসেবে তাঁর সঙ্গে নাকি কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে।

এম/


 

মেসি বুসকেটস মদরিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন