শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন

যেভাবে বুঝতে পারবেন প্রেমিকা আর আগের মতো নেই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেক সময় পুরুষরা হয়তো বুঝতেও পারেন না যে ধীরে ধীরে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয়তো তাদের কারণেই সম্পর্কটি গতি হারাতে থাকে। একটা সময় গিয়ে মনে হয়, প্রিয়তমা নারীটি আর আগের মতো নেই।

তখন মনে প্রশ্ন জাগে- তাকে কি আমি হারিয়েছি? এই প্রশ্ন উদয় হওয়ার অর্থই হলো সবকিছু আর আগের মতো নেই। কিছু কারণে আপনি তাকে হারিয়ে ফেলতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কারণগুলো-

সে রেসপন্স না করলে

সে আপনার কল, টেক্সট বা মেসেজে আর আগের মতো সাড়া দেয় না। আপনাদের মধ্যে যোগাযোগ কমে গেছে বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আপনাদের কথাগুলো হারিয়ে গেছে, আপনি বিভ্রান্ত এবং ভাবছেন কী ঘটছে! যখন আপনার টেক্সট এবং কলের কোনো রেসপন্স আসে না এবং এভাবে সপ্তাহ পার হয়ে যায়, এটি অনুভব করা বেদনাদায়ক ছাড়া আর কিছুই নয়। তখন এই কঠোর বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

আপনি তার বিশ্বাস ভঙ্গ করেছেন

আপনি যদি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন তবে নিশ্চয়ই সে নিশ্চয়ই আপনার সঙ্গে বাকি জীবন থেকে যাবে না। সে তার সুখ ও শান্তির আশায় আপনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। কিন্তু আপনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে কষ্ট দিয়েছেন।

ফলস্বরূপ, সে আপনাকে ক্ষমা করতে ইচ্ছুক নাও হতে পারে এবং পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবে। তার বিশ্বাস ভঙ্গের পরিণতি হিসেবে আপনি তাকে হারাবেন।

আপনার সবকিছুতে বিরক্ত হলে

যদি আপনার প্রেমিকাকে হারিয়ে ফেলার ভয় আপনাকে ঘিরে ধরে তবে তার কার্যকলাপগুলো আরেকটু মনোযোগ দিয়ে দেখুন। যদি তাকে ক্রমাগত রাগান্বিত এবং বিরক্ত মনে হয় তবে সতর্ক হোন। সম্পর্ক ভেঙে যাওয়ার এটি একটি লক্ষণ হতে পারে।

আপনি যদি তাকে কষ্ট দিয়ে থাকেন তবে তা সংশোধন করার সুযোগ থাকতে পারে। আন্তরিক ক্ষমা চাওয়া এবং আপনার ভুলের দায় স্বীকার করার মাধ্যমে সম্পর্ক আবার ঠিক হতে পারে।

আরো পড়ুন: স্বামীর যে চার কথায় কষ্ট পায় স্ত্রী’রা

সে আপনার প্রতি উদাসীন

যদি আপনার প্রিয়তমা আপনার প্রতি আর মনোযোগী না থাকে, যদি সে উদাসীনতা দেখা থাকে তবে সতর্ক হোন। কারণ এতে স্পষ্টই বোঝা যায় যে আপনি তাকে হারাতে বসেছেন। আপনার কোনো ভালো কাজও যদি তার কাছে আর ভালো না লাগে, তবে বুঝে নেবেন সম্পর্ক ভাঙতে বসেছে। সেখান থেকে হয়তো আর ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে।

সে শুনতে প্রস্তুত নয়

আপনার কোনো কথাই সে আর গুরুত্ব দিয়ে না শুনলে বুঝবেন সে আর আগের মতো নেই। হয়তো সে আপনার প্রতি কোনো কারণে আকর্ষণ হারিয়ে ফেলেছে। হতে পারে আপনারই কোনো আচরণ তাকে এখানটাতে এনে দাঁড় করিয়েছে। তাই কোথাও আপনার ভুল রয়েছে কি না তা ভালোভাবে চিন্তা করে দেখুন।

এসি/ আই.কে.জে.



প্রেমিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250