সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

চাকরি স্থায়ী করার দাবিতে রেল বিভাগের অস্থায়ী শ্রমিকরা রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছেন। এতে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে মালিবাগে রেললাইন অবরোধ করেন শ্রমিকরা। অবিলম্বে চাকরি স্থায়ী করার দাবি জানান তারা। অবরোধের ফলে সকাল ১০টার পর থেকে রাজধানী হতে রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এদিকে, রেল যোগাযোগ বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বহু ট্রেনযাত্রী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা রাজধানীর উদ্দেশে রওনা করেছেন কিংবা রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছিলেন, তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

এম.এস.এইচ/ আই. কে. জে/ 


রেলপথ অবরোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন