বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল - ছবি: সংগৃহীত
বিগত প্রায় এক মাস ধরেই কোমরের ইনজুরিতে ভুগছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ইনজুরির কারণেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামতে পারেননি তামিম। তবে ওয়ানডে সিরিজের আগে অনুশীলনে ফিরেছেন তিনি।
অনুশীলনে ফিরলেও ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি তামিম। সংশয় ছিলো ওয়ানডে সিরিজেও তার খেলা নিয়ে। তবে এবার সংশয় দূর করেছেন তামিম নিজেই। আগামীকাল বুধবার (৫ জুলাই) প্রথম ওয়ানডেতেই মাঠে নামবেন তামিম। সম্পূর্ণ ফিট না থাকলেও আফগানদের বিপক্ষে খেলবেন তামিম।
আজ মঙ্গলবার (৪ জুলাই) চট্টগ্রামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম জানান, আমি অবশ্য কালকের জন্য (প্রথম ওয়ানডে) অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়ে ভালো। তবে এটা বলবো না পুরোপুরি বা শতভাগ ফিট আছি। কালকে খেলার পর বুঝতে পারবো কি অবস্থা। এখন পর্যন্ত বলতে পারি আমি আগামীকাল খেলবো।
আরো পড়ুন:আফগানদের প্রেরণায় সেই চট্টগ্রাম
এম/