সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সারার লুকে থমকে গেল নেটপাড়া!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

সারা আলি খান। ছবি: সংগৃহীত

৭৬তম কানের রেড কার্পেটে প্রথমবার পা রেখেই সবাইকে চমকে দিয়েছেন সারা আলি খান। মুম্বাইয়ের নামি ফ্যাশন ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করে বেইজ রঙের লেহেঙ্গায় দেখা যায় সারাকে। এবার কান ফিল্ম ফেস্টিভ্যালে দ্বিতীয় লুকে সামনে এলেন সারা।

কান ফেস্টিভ্যালে রাতের পার্টিতে নতুন লুক শেয়ার করেছেন সারা। এক অনুরাগী সারার ছবি শেয়ার করেছেন, যেখানে কালো অফ-শোল্ডার ড্রেসে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। পোশাকের সঙ্গে মানানসই মেকআপ করেছিলেন তিনি। সারার এই ছবির নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, 'গর্জাস গার্ল', কারোর মন্তব্য 'পতৌদি পরিবারের রাজকন্যা ভারতীয় এবং পাশ্চাত্য দুই ধরনের পোশাকেই মোহময়ী'। বুধবার ইনস্টাগ্রাম স্টোরিজে কান থেকে সারার ছবি শেয়ার করেছেন ফ্যাশন বেশ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডায়েট সব্য।

আরো পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের তারকাদের মেলা

এদিকে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে দেয়া সাক্ষাৎকারেও হাত জোর করে ‘নমস্তে’ করতে দেখা যাচ্ছে সারাকে। তিনি বলেন, ‘আমি সবসময়ই আমার ভারতীয় হওয়া নিয়ে খুব গর্বিত। আর এটিই বুঝিয়ে দেয় আমি আসলে কে !’

এম/

সারা আলি খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন