ছবি: সংগৃহীত
সুইডেনের রাজা, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, সংসদ সদস্য ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পাশাপাশি দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের হিমসাগর আম উপহার দিয়েছে স্টকহোমের বাংলাদেশ দূতাবাস।
স্টকহোমের স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) রাতে সেখানকার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
দূতাবাস জানায়, শুভেচ্ছা উপহার হিসেবে এবং বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বন্ধুত্বের বহিঃপ্রকাশ স্বরূপ বাংলাদেশ দূতাবাস আম বিতরণ করেছে।
দূতাবাস বলছে, আম বিতরণ সুইডেনের জন্য বাংলাদেশের বিচিত্র স্বাদ অনুভব করার ও দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করার একটি চমৎকার সুযোগ হিসেবে কাজ করবে বলে আশা করা যায়। এছাড়া বিভিন্ন দেশের দূতাবাসে আম পাঠানোর মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত আমের গুণাগুণ ও বিভিন্ন দিক বিশ্বের বিভিন্ন দেশের কাছে তুলে ধরা সম্ভব হয়েছে।
আরো পড়ুন: চাহিদার চেয়ে ২১ লাখের বেশি কোরবানির পশু প্রস্তুত
বাংলাদেশ দূতাবাস বলছে, উপহার হিসেবে আম বিতরণ বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বন্ধনকে আরও শক্তিশালী করবে। দু’দেশের অর্থনৈতিক বন্ধন সুদৃঢ় করবে। কৃষিজ পণ্যের বাজার সম্প্রসারণের দ্বার উন্মোচন হবে এবং ভবিষ্যতে আরও সহযোগিতার প্রতীক হিসেবে কাজ করবে।
এম/