মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সুচি অসুস্থ : বাইরের চিকিৎসককে মঞ্জুর করছে না সামরিক জান্তা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

অং সান সুচি। ফাইল ছবি

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি অসুস্থ হয়ে পড়েছেন। দেশটির সামরিক সরকার তাকে গৃহবন্দি করে রেখেছে। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে আটক গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি অসুস্থ। তার দাতের মাড়ি বেশ ফুলে গেছে এবং এই কারণে তিনি ভালোভাবে খেতে পারছেন না। এছাড়া তার বমিও হচ্ছে। এসবের সাথে তিনি মাথা ঘোরা ও সামান্য পরিসরে অজ্ঞান বা নিস্তেজ হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন। 

এদিকে সূচিকে দেখার জন্য বাইরের একজন চিকিৎসকের অনুরোধ দেশটির সামরিক শাসকগোষ্ঠী প্রত্যাখ্যান করেছে। বর্তমানে কারাগার বিভাগের ডাক্তার তার চিকিৎসা করছেন। 

তবে রয়টার্স এসব তথ্য যে সূত্রের কাছ থেকে পেয়েছে সে সূত্র আটকের ভয়ে নিজের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে। এব্যাপারে রয়টার্স মিয়ানমারের সামরিক জান্তার মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোন সাড়া পায়নি বলে জানিয়েছে।

এম.এস.এইচ/ আই.কে.জে

অং সান সু চি মিয়ানমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন