পল পগবা - ছবি: সংগৃহীত
সৌদি প্রো লিগে ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড করিম বেনজেমা ও মিডফিল্ডার এনগোলো কান্তের সাথে সৌদি লিগে জুটি হতে পারে স্বদেশি পল পগবার। সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদের অনুশীলন মাঠ পরিদর্শনের পর পগবাকে ঘিরে এমন সম্ভাবনা জেগেছে। বেনজেমা ও কান্তে ক্লাবটির সাথে আগেই চুক্তি সেরেছেন।
পল পগবা - ছবি: সংগৃহীত
গত গ্রীষ্মকালীন দলবদলে দ্বিতীয়বারের মতো জুভেন্টাসে পাড়ি জমান পগবা। এরপর পুরো মৌসুম ইনজুরির সঙ্গে করেছেন লড়াই করেছেন। ইনজুরির কারণে ইতালিয়ান সিরি আ'তে মাত্র ছয় ম্যাচ মাঠে নেমেছেন। অর্থাৎ পুরোটা সময় মাঠের বাইরেই কেটেছে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার।
আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১১ জুলাই ২০২৩)
এমতাবস্থায় পগবার সঙ্গে চুক্তি বাতিলের চিন্তা করছে জুভেন্টাস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গোল ডটকম। গত দুই মৌসুমের ব্যর্থতা থেকে বের হয়ে আসতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে তুরিনের ওল্ড লেডিরা।
এম/