ছবি : সংগৃহীত
হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না আমেরিকা। এমন কথাই জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার (১৭ই জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না বলে মঙ্গলবার (১৬ই জানুয়ারি) হোয়াইট হাউস জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমরা এটিকে (সংঘাত) প্রসারিত করতে চাইছি না। হুথিদের একটি ইচ্ছা আছে এবং তাদের কাছে এখনো সঠিক পথ বেছে নেওয়ার জন্য সময়ও আছে। আর তা হচ্ছে এই বেপরোয়া হামলা বন্ধ করা।’
প্যালেস্টাইনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি হয়েছে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম বিরোধী ইরানের মিত্ররাও লেবানন, সিরিয়া এবং ইরাক থেকে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বানানোয় এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
আরো পড়ুন: চুরির ভিডিও ভাইরাল, নিউজিল্যান্ডের এমপির পদত্যাগ
এর মাঝেই হুথিদের সাথে আমেরিকাসহ পশ্চিমা জোটের হামলা-পাল্টা হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: রয়টার্স
এইচআ/ আই.কে.জে
খবরটি শেয়ার করুন