শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন *** দুশ্চিন্তা কমে ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি *** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ!

২৪৮ দিন শীর্ষে থেকেও শিরোপা জিততে না পারার যন্ত্রণায় পুড়ছে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

শিরোপা হাতছাড়া করার যন্ত্রণায় পুড়ছে আর্সেনাল - ছবি: সংগৃহীত

বিস্ময়, হতাশা কিংবা দুঃস্বপ্ন—আর্সেনালের লিগ হারানোর অনুভূতি যেন এই শব্দগুলোও ঠিকঠাক বোঝাতে পারছে না। কয়েক দিন আগেও কে ভেবেছিল তিন ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলবে ম্যানচেস্টার সিটি! চলতি মৌসুমে ২৪৮ দিন লিগের শীর্ষস্থানে থেকেও শিরোপা জিততে না পারার এই যন্ত্রণাই–বা কীভাবে ভুলবে আর্সেনাল। 

এত লম্বা সময় শীর্ষে থেকে আর কোনো দলের শিরোপা হারানোর উদাহরণ প্রিমিয়ার লিগে নেই। সব মিলিয়ে এ মৌসুমে আর্সেনাল শীর্ষে ছিল ৯৩ শতাংশ সময়। আর্সেনালের এই ক্ষতে প্রলেপ পড়তে যে আরও অনেক দিন লাগবে, তা স্পষ্ট হয়েছে কোচ মিকেল আরতেতার কথাতেও।

চলতি মৌসুমের শুরু থেকেই আর্সেনাল ছিল অপ্রতিরোধ্য। ১৮ ম্যাচ শেষে সিটির চেয়ে তারা এগিয়ে ছিল ৮ পয়েন্টে। এপ্রিলের শুরুতেও এই লিড ধরে রেখেছিল তারা। কিন্তু এরপরই যেন আকস্মিকভাবে বদলে যায় দৃশ্যপট। মৌসুমের শুরুতে যে আর্সেনালকে অজেয় মনে হচ্ছিল, তারা যেন হঠাৎ পথ হারিয়ে ফেলে। 

আর্সেনাল নিজেদের সর্বশেষ ৮ ম্যাচের মাত্র ২টিতেই জিততে পারে। যেখানে গতকাল নটিংহাম ফরেস্টের কাছে তাদের মাঠে ১-০ গোলে হেরে আনুষ্ঠানিকভাবে সিটির হাতে শিরোপা তুলে দিয়েছে। শেষ দিকে এসে এমন হতশ্রী পারফরম্যান্সই মূলত গানারদের হাত থেকে শিরোপাটা কেড়ে নেয়।

মৌসুমের বেশির ভাগ সময় এমন দাপট দেখিয়েও শিরোপা জিততে না পারার বিষয়টি মানতে পারছেন না আর্সেনাল কোচ মিকেল আরতেতা। গতকাল নটিংহামের কাছে হারের পর আরতেতা বলেছেন, ‘আমি এটা নিয়ে (লিগ হারানো) ভাবার মতো অবস্থাতে নেই। আমাদের অবশ্যই সিটিকে অভিনন্দন জানাতে হবে। সিটির সঙ্গে ১০ মাস প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের জন্য অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল। লম্বা সময় ধরে আমরা তাদের চেয়ে এগিয়ে ছিলাম।’

শিরোপার এত কাছাকাছি গিয়েও সেটি ছুঁতে না পারার যন্ত্রণায় পুড়তে থাকা আর্সেনাল কোচ অবশ্য এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চান। তিনি আরও বলেছেন, ‘আমরা অনেক বড় শিক্ষা পেয়েছি। আমরা দলটাকে অনেক বদলে ফেলেছি। আমরা অনেক বড় একটি ধাপ এগিয়ে গিয়েছি। সোনায় সোহাগা হতো, যদি শিরোপা জিততে পারতাম। আমরা অল্পের জন্য পারিনি।'

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা(২১ মে ২০২৩)

১৯ বছর ধরে লিগ শিরোপা জয়ের অপেক্ষায় আছে আর্সেনাল। সমর্থকেরাও এবার শিরোপাটাকে হাতের নাগালেই দেখতে পাচ্ছিল। স্বপ্নভঙ্গের এই যন্ত্রণা পোড়াচ্ছে আরতেতাকেও, ‘এটাই ফুটবল। এই দিনটা আমাদের জন্য বেদনার। লক্ষ্য সামনে রেখে আমরা ১১ মাস ধরে কাজ করেছি এবং অনেক দিন পর্যন্ত শীর্ষেও ছিলাম। আমরা লড়াই করেছি, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। এখান থেকে আমাদের এগিয়ে যেতে হবে। এটা খুবই যন্ত্রণাদায়ক। খেলোয়াড়দের এ থেকে বের করার একটা উপায় আমাকে খুঁজে বের করতে হবে।’

এম/

 

শিরোপা আর্সেনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন