সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৫ উপায়ে চিনে নিন ভুয়া ওয়েবসাইট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বর্তমানে বিশ্বের সব মানুষ ডুবে আছে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায়। ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে নানান প্রয়োজনে ব্যবহার করছেন বিভিন্ন ওয়েবসাইট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুগে অনেক কিছু নিয়েই সতর্ক থাকতে হয়। 

দৈনন্দিন কাজ সম্পাদনে অনেক ধরনের ওয়েবসাইটে প্রবেশ করতে হয়। সেখানে ব্রাউজিং থেকে শুরু করে রেজিস্ট্রেশন, তথ্য সংযোজন অনেক কাজ থাকে। এখানেও হ্যাকারদের আক্রমণের সম্ভাবনা রয়েছে। তাই কোন ওয়েবসাইটটি আসল আর কোনটি নকল বা ভুয়া সে বিষয় জানাও প্রয়োজন।

দ্য হিন্দুস্তান টাইমস এ বিষয়ে কিছু পন্থার কথা জানিয়েছে, যারা নিয়মিত বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেন তারা একটি বিষয় নিশ্চয়ই জানেন, যে ওয়েবসাইটে ঢুকতে আপনার মেইল আইডি চাওয়া হয়। পরে যেন তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং অফার সম্পর্কে আপনাকে জানাতে পারে। তবে এর মাধ্যমে প্রতারকরা হ্যাক করতে পারে আপনার মেইল আইডি। চুরি করতে পারে ব্যক্তিগত তথ্যও।

ভুয়া ওয়েবসাইটের সাহায্যেই ছড়ানো হয় প্রতারণার জাল। যদিও এই ওয়েবসাইটগুলোকে আসল ওয়েবসাইটের মতোই দেখতে হয়। অনেকেই আসল বা নকল ওয়েবসাইট চিনতে পারেন না। তখনই তৈরি হয় সমস্যা। কয়েকটি কৌশল জানা থাকলে খুব সহজেই ভুয়া ওয়েবসাইট চিনতে পারবেন- 

অ্যাড্রেস বার চেক করুন

আপনি যে ওয়েবসাইট ভিজিট করছেন, তার অ্যাড্রেস বার চেক করতে হবে। যদি এতে ‘এইচটিটিপিএস’ থাকে তাহলে বুঝতে হবে সেটি নিরাপদ ওয়েবসাইট। একটা সাইটে ‘এস’ থাকা মানেই তা নিরাপদ, ‘এস’ না থাকলে সেই ওয়েবসাইট ভিজিট করা উচিত নয়।

ওয়েবসাইটের গ্রামার চেক করুন

ওয়েবসাইটেও ইউআরএল ভালোভাবে খেয়াল করুন। কোনো বানান ভুল আছে কি না। যদি ইউআরএলে কোনো ব্যাকরণগত ভুল দেখেন বা বাক্যটি সম্পূর্ণরূপে আপনাকে দেখানো না হয়, বা যদি কোনো বানান ভুল থাকে, তাহলে সেই ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায়।

অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস চেক করুন

কোনো ওয়েবসাইট নিয়ে যদি আপনার মনে সন্দেহ থাকে, তাহলে তার অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস অপশনটা ভালো করে পরীক্ষা করুন। এখান থেকে আপনি ওয়েবসাইট, সেই সাইটের ডেভেলপার-সহ কর্মীদের সম্পর্কে জানতে পারেন। আবার সেই সংস্থার লিংকডইন ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোও চেক করে নিতে পারেন।

পপ-আপ এবং বিজ্ঞাপন

একটা ওয়েবসাইটে ঢুকে আপনি যদি প্রচুর বিজ্ঞাপন এবং পপ-আপ দেখতে পান, তাহলে সেগুলির কোনোটিতে ক্লিক করবেন না। ব্রাউজারও বন্ধ করুন। আপনি যদি এগুলো মানতে না পারেন, তাহলে সাইবার কেলেঙ্কারিতে ফেঁসে যেতে পারেন।

অনলাইন ওয়েবসাইট চেকার ব্যবহার করুন

অনলাইনে বেশ কিছু চেকার ওয়েবসাইট রয়েছে, যারা অন্যান্য সাইটের সত্যতা যাচাই করে। সেই অনলাইন চেকারগুলো থেকে জানা যায়, কোন সাইট আসল আর কোনটি নকল। আপনাকে প্রতারণামূলক ওয়েবসাইটের শিকার হওয়া থেকে আটকাতে পারে এই চেকারগুলো।

সূত্র: হিন্দুস্থান টাইমস

এসকে/ 


প্রযুক্তি ইন্টারনেট ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন